শিরোনাম
রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

বিশ্ব সবই দেখছে সহিংসতা বন্ধ করতে হবে মিয়ানমারকে

প্রতিদিন ডেস্ক

বিশ্ব সবই দেখছে সহিংসতা বন্ধ করতে হবে মিয়ানমারকে

নাদা আল-নাশিফ

জাতিসংঘ মানবাধিকার বিষয়ক উপ-হাইকমিশনার নাদা আল-নাশিফ এক হুঁশিয়ারি দিয়ে মিয়ানমারের জনগণের বিরুদ্ধে সহিংসতা পরিহার করার জন্য দেশটির সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। সূত্র : রয়টার্স, পাস টুডে, এএফপি। নাদা আল-নাশিফ বলেছেন, ‘বিশ্ব সবই দেখছে। মিয়ানমারের প্রতিবাদী জনগণের বিরুদ্ধে সামরিক বাহিনীর সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি কারও দৃষ্টির বাইরে থাকবে না।’ তিনি গত জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের জরুরি বৈঠকে এ হুঁশিয়ারি দেন।

গত শুক্রবার থেকে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যের অনুরোধে এই বিশেষ অধিবেশন শুরু হয়েছে। এই অধিবেশনে মিয়ানমারে

বেসামরিক শাসন ফিরিয়ে দেওয়ার জন্য সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল। সেসঙ্গে অং সান সু চিসহ বন্দীদের মুক্তি দেওয়ার দাবিও জানিয়েছে। মানবাধিকার কাউন্সিলে ‘নির্বিচারে আটককৃতদের’ মুক্তি এবং ‘নির্বাচিত সরকার পুনঃপ্রতিষ্ঠার’ দাবি জানিয়ে প্রস্তাবও গৃহীত হয়। যদিও চীন, রাশিয়াসহ মিয়ানমার সেনাবাহিনীর মিত্ররা জাতিসংঘের এই বিশেষ অধিবেশনকে ‘মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ের ওপর’ হস্তক্ষেপ বলে সমালোচনা করেছে। জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত মিন্ট তিউ জানান, নির্বাচনে ব্যাপক কারচুপির পর যে অবস্থার সৃষ্টি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে সামরিক বাহিনীর জন্য অন্য কোনো বিকল্প ছিল না। সংবিধান রক্ষার জন্যই সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করেছে।

সর্বশেষ খবর