মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে

বদিউল আলম মজুমদার

নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে

সুজন-সুশাসনের জন্য নাগরিক- সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে। জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। মুক্তিযোদ্ধাদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময়    ইসির চার বছরপূর্তি উপলক্ষে বিভিন্ন কাজের মূল্যায়ন তুলে ধরেন তিনি। এই নির্বাচন বিশ্লেষক বলেছেন, আমরা আশা করেছিলাম বিগত রকিবউদ্দিন কমিশন যেই ক্ষতি করে গিয়েছে। সেটা থেকে শিক্ষাগ্রহণ করে নূরুল হুদা কমিশন নির্বাচন ব্যবস্থাকে শক্ত ভিতের ওপর দাঁড় করাবে। কিন্তু দুর্ভাগ্যবশত তারা নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। শুধু তাই নয়, তাদের বিরুদ্ধে গুরুতর অসাধাচরণের অভিযোগও উঠেছে। যেটা আমাদের চরম সংকটের দিকে ঠেলে দিতে পারে। তিনি বলেন, বিগত চার বছরে বর্তমান কমিশন যা করেছে- তা একটি দুঃস্বপ্ন মনে হয়। তারা বাংলাদেশের জনগণের প্রতি চরম বিশ্বাসঘাতকতা করেছে। তারা মুক্তিযোদ্ধাদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। বর্তমান কমিশন যতদিন দায়িত্বে থাকবে, ততদিন তারা আমাদের আরও বিপদের দিকে ঠেলে দেবেন। এখন তাদের জন্য সম্মানজনক পথ হলো, সরে দাঁড়ানো তথা পদত্যাগ করা। প্রত্যেকের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে একটি আইন প্রণয়ন করে সঠিক ব্যক্তিদের নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচিত করা। যাতে আমরা এই সংকট থেকে উত্তরণ ঘটাতে পারি। তিনি বলেন, নির্বাচন কমিশন তদন্ত সাপেক্ষে নির্বাচন বাতিল করতে পারে। ওই ক্ষমতা যদি নির্বাচন কমিশন ব্যবহার করে। তবে প্রার্থীরা যদি এই বিষয়টা জানেন। তবে তারা অসদাচরণ করতে দশবার চিন্তা করবেন। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে তিনবার ফলাফল প্রকাশের অভিযোগ এসেছে। ইভিএমে তিনবার ফল প্রকাশ হতে পারে না। প্রার্থীরা অভিযোগ করেছেন, ফলাফল পাল্টানোর। তাদের কাছে এজন্য টাকা চাওয়া হয়েছে। ইভিএমের ফলাফল তারা হাতে লিখে দিয়েছেন। এই রকম অনেক অসদাচরণ হয়েছে। তিনি বলেন, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, গণমাধ্যম, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই যদি সহযোগিতা করে তাহলেই সুষ্ঠু নির্বাচন করা সহজ। কিন্তু কমিশন কারচুপি, অসুস্থ নির্বাচন বন্ধ করতে পারে। বর্তমান কমিশন বিগত সংসদ নির্বাচন নিয়ে তদন্ত করতে পারত। এখনো কমিশন চাইলে তদন্ত করতে পারে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর