ফেসবুকে আপত্তিকর ও অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি ভাইরাল হওয়ায় শিবচরে স্কুলছাত্রী লিপি আক্তার (১৭) বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল দুপুরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানান, শিবচর উপজেলার কাদিরপুর গ্রামের যুবক রনি বেপারীর সঙ্গে পাঁচ্চর ইউনিয়নের বালাকান্দি গ্রামের দুবাইপ্রবাসীর মেয়ে লিপি আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ছেলেপক্ষের বিয়ের প্রস্তাব মেয়েপক্ষ প্রত্যাখ্যান করে। তার পর থেকেই বখাটে রনি বেপারী ফেসবুকের ‘নিঝুম রাতের নীল পরি’ আইডিতে মেয়েটির কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি আপলোড করে। এর কিছু ছবি ভাইরাল হয়। ওই ক্ষোভে শুক্রবার সন্ধ্যায় বিষপান করে লিপি। গুরুতর অসুস্থ অবস্থায় প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সেখান থেকে ফরিদপুর এবং পরে ঢাকা নেওয়ার পথে গতকাল সকালে সে মারা যায়। লিপি আক্তার পাঁচ্চর বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। এলাকার একটি নির্ভরযোগ্য সূত্র জানান, ‘নিঝুম রাতের নীল পরি’ নামক ওই ফেক আইডিটি রনি বেপারী নামে যে যুবক পরিচালনা করত সে মেয়েটির বড় বোনজামাইয়ের ছোট ভাই। নিহতের চাচা ইউসুফ রাজি বলেন, ‘আমার ভাতিজির ছবি ফেসবুকে ভাইরাল হওয়ায় সে বিষাক্ত পদার্থ পান করে মারা যায়।’ নিহতের মা হিরণ বেগম বলেন, ‘আমার মেয়েকে এর আগে রনির পরিবার বিয়ের প্রস্তাব দেয়। আমার এক ভাগ্নিকে ওরই চাচাতো ভাইয়ের সঙ্গে বিয়ে দেওয়ায় সেখানে আত্মীয় করতে চাইনি। এ কারণে সে ক্ষিপ্ত হয়ে আমার মেয়ের ছবি ফেসবুকে ছেড়ে দেয় এবং আরও ভিডিও ফেসবুকে ছাড়ার হুমকি দেয়।’ শিবচর থানার উপ-পরিদর্শক মো. রহমত আলী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে আসি। দুবাইপ্রবাসী দুলাল ফরাজির মেয়ে লিপি আক্তার শুক্রবার সন্ধায় বিষাক্ত দ্রব্য পান করে।’ শিবচর থানার অফিসার ইনচার্জ মো. মিরাজ হোসেন জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। ঘটনার পর থেকে রনি বেপারীর পরিবার লাপাত্তা।
শিরোনাম
- শেষ মুহূর্তের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
- টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭
- নয়জনের দল নিয়েই বায়ার্নকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি
- মিশরে দুই মিনিবাসের সংঘর্ষে ৯ জন নিহত, আহত ১১
- তানভীরের জবাব: ক্যাপ্টেনের ভরসাই আত্মবিশ্বাসের চাবিকাঠি
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে : নাহিদ
- চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
- উত্তাল বঙ্গোপসাগরে আশ্রয় নিল শত শত ট্রলার, চার বন্দরে সতর্কতা
- বিএনপি নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই : গয়েশ্বর
অন্তরঙ্গ ছবি ভাইরাল স্কুলছাত্রীর আত্মহত্যা
মাদারীপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর