বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

জয়ের মিশনে দ্বিতীয় টেস্টে নামছে টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে আজ টেস্ট সিরিজ জয়ের মিশনে নামছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে একই স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ ড্র করেছে টাইগাররা। সিরিজ নিজেদের করে নিতে এই ম্যাচে জয় প্রয়োজন মুমিনুলদের।

আগের টেস্টে দুর্দান্ত ব্যাটিং করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মুমিনুল হক। দুই ইনিংসেই দারুণ ব্যাটিং করেছেন তামিম ইকবাল। তবে ব্যাটিংবান্ধব উইকেটে বোলাররা ব্যর্থ হওয়ায় ম্যাচটা ড্রতেই শেষ হয়। দ্বিতীয় টেস্টে জয়ের লক্ষ্য নিয়েই খেলতে নামবে বাংলাদেশ। টাইগারদের কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, ‘ড্র টেস্টকে বড় সাফল্য হিসেবে দেখাটা হতাশাজনক। আমি এখানে ড্র করতে আসিনি। আমাদেরকে জেতার জন্য খেলতে হবে।’ প্রথম টেস্টের মতো এই ম্যাচেও তিন পেসার নিয়েই দল সাজানোর ইঙ্গিত দিয়েছেন কোচ। তবে তাসকিন, আবু জায়েদ রাহী ও ইবাদত হোসেনের যে কোনো একজন বাদও পড়তে পারেন! শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ ২০১৭ সালে টেস্ট ম্যাচ জয় করেছিল। সেই ম্যাচে শ্রীলঙ্কা নিজেদের দুই ইনিংসে ৩৩৮ ও ৩১৯ রান করে। জবাবে বাংলাদেশ করেছিল ৪৬৭ ও ১৯১/৬ রান। ম্যাচসেরার পুরস্কার জয় করেছিলেন তামিম ইকবাল। দারুণ সে জয়ের স্মৃতি কী আবারও ফিরিয়ে আনতে পারবে বাংলাদেশ!

সর্বশেষ খবর