বুধবার, ৩০ জুন, ২০২১ ০০:০০ টা

কাল থেকে বের হলেই কঠোর শাস্তি

জুলাইতেও খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

আগামীকাল ভোর ৬টা থেকে পরবর্তী সাত দিন জরুরি কারণ ছাড়া কেউ ঘরের বাইরে বের হলে তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। করোনাভাইরাসের আগ্রাসী বিস্তার ঠেকাতে এ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছে সরকার। অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয় গতকাল সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়িয়েছে ৩১ জুলাই পর্যন্ত। গত রাতে সরকারি এক তথ্য বিবরণীতে বলা হয়, কভিড-১৯ সংক্রমণ রোধে ১ জুলাই ভোর ৬টা থেকে সারা দেশে সাত দিনের জন্য জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা বন্ধের বিষয়ে সরকার বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ সময়ে জরুরি পরিষেবার সঙ্গে জড়িত কর্মরতরা ছাড়া এবং জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। মাস্ক পরাসহ সব স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে তথ্য বিবরণীতে জানানো হয়, বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা সম্পর্কিত বিস্তারিত তথ্য আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে। জানা যায়, গত রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে এক ভার্চুয়াল সভায় কঠোর লকডাউনের বিষয়ে আলোচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কঠোর লকডাউন বাস্তবায়নে পুলিশ ও বিজিবির পাশাপাশি সেনাবাহিনীও মাঠে থাকবে।

জুলাইতেও খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান : করোনার সংক্রমণ বন্ধ না হওয়া এবং দেশব্যাপী কঠোর লকডাউন ও ঈদুল আজহার কারণে জুলাইতেও খুলবে না শিক্ষাপ্রতিষ্ঠান। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং এবতেদায়ি ও কওমি মাদরাসাসমূহের চলমান ছুটি ৩১ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এর আগের ঘোষণা অনুযায়ী আজ ৩০ জুন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ছিল। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সারা দেশে করোনা পরিস্থিতির আরও অবনতি হওয়ায় এবং কঠোর লকডাউন কার্যকর থাকায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বৃদ্ধি করা হয়েছে। কভিড-১৯-সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর