বুধবার, ৭ জুলাই, ২০২১ ০০:০০ টা

রাশিয়ার টিকা কেনার চুক্তি সম্পন্ন

চীনা টিকা যৌথ উৎপাদনের আলোচনা

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, রাশিয়ার উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা স্পুটনিক-ভি কিনতে চুক্তি সম্পন্ন করেছে বাংলাদেশ। গতকাল স্বাস্থ্যমন্ত্রী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, এখন শুধু বাংলাদেশ সরকারের ক্রয় প্রস্তাব অনুমোদনের অপেক্ষা। টিকা কেনার প্রাথমিক সিদ্ধান্তের পর বেশ কিছু বিষয় নিয়ে রুশ সরকারকে সংশোধন দিয়েছিল বাংলাদেশ। পরে সেসবের সংশোধন এনে দুই দেশের মধ্যে এ চুক্তি হয়। ফলে রাশিয়া থেকে স্পুটনিক-ভি করোনা ভ্যাকসিন পেতে আরও এক ধাপ এগিয়ে গেল দেশ। এদিকে ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি অনুযায়ী নতুন চালান না আসায় রাশিয়া ও চীন থেকে টিকা কেনার চেষ্টা চালায় বাংলাদেশ। এমনকি রাশিয়ার টিকা বাংলাদেশে উৎপাদনের বিষয়ে আলোচনা চলছে বলেও জানানো হয়েছিল। অন্যদিকে যৌথভাবে করোনাভাইরাসের টিকা উৎপাদনের জন্য বাংলাদেশের সঙ্গে চীনা প্রতিষ্ঠানগুলো কাজ করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান। গতকাল তিনি তার ফেসবুক পেজে এ তথ্য জানান। হুয়ালং ইয়ান লেখেন, ভবিষ্যতে বাংলাদেশে যৌথভাবে করোনার টিকা উৎপাদনের জন্য চীনের প্রতিষ্ঠানগুলো তাদের এখানকার অংশীদারদের সঙ্গে কাজ করছে। চীন এখন পর্যন্ত প্রায় ১০০ দেশে করোনার টিকা সরবরাহ করেছে। এ ছাড়া টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সে ১ কোটি ডোজের প্রথম চালান চীন হস্তান্তর করতে যাচ্ছে। তিনি জানান, বিশ্বের অনেক উন্নয়নশীল দেশ প্রথম যে ব্যাচের টিকা হাতে পেয়েছে তা চীনের। অনেক উন্নয়নশীল দেশের সঙ্গে যৌথভাবে গবেষণার পাশাপাশি টিকা উৎপাদন করছে চীন। একই সঙ্গে চীন অনেক দেশের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে তাদের দেশে টিকার তৃতীয় ধাপের পরীক্ষা চালাতে সহায়তা করেছে। হুয়ালং ইয়ান লিখেছেন, চীনের তৈরি করোনার টিকার নিরাপত্তা ও কার্যকারিতা ব্যাপকভাবে স্বীকৃত। ফলে চীনের টিকা আন্তর্জাতিকভাবে সুনাম        অর্জন করেছে।

সর্বশেষ খবর