সোমবার, ২৬ জুলাই, ২০২১ ০০:০০ টা

যেখানে ডেঙ্গু রোগী সেখানেই অভিযান

নিজস্ব প্রতিবেদক

যেখানে ডেঙ্গু রোগী সেখানেই অভিযান

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, যেখানে ডেঙ্গু রোগী পাওয়া যাবে সেখানেই বিশেষ অভিযান চালানো হবে। গতকাল তাঁর মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘এডিস মশার প্রাদুর্ভাব ও ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় করণীয়’ ঠিক করতে ঢাকা দুই সিটি করপোরেশনের মেয়র এবং  সংশ্লিষ্টদের নিয়ে জরুরি সভায় মিলিত হয়ে এ কথা বলেন। মন্ত্রী উল্লেখ করেন, হাসপাতাল থেকে ডেঙ্গু রোগীর নাম-ঠিকানা সংগ্রহ করা হবে। পাশাপাশি চিহ্নিত করা হবে রোগীর বাসাসহ রোগাক্রান্ত অঞ্চল। এরপর সেখানে বিশেষ চিরুনি অভিযান চালানো হবে। তিনি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে গঠিত ‘ডেঙ্গু নিয়ন্ত্রণ সমন্বয় সেল’ এবং দুই সিটি করপোরেশনে তথ্য পাঠানোর জন্য স্বাস্থ্য অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। মন্ত্রী উল্লেখ করেন, মানুষের অংশগ্রহণ ছাড়া মশা নিধন সম্ভব নয়। তাই নাগরিকদের এ কার্যক্রমে যুক্ত করতে হবে।

সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, গাজীপুর সিটি করপোরেশন মেয়র জাহাঙ্গীর আলম, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ এবং স্বাস্থ্য অধিদফতরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর