মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১ ০০:০০ টা

দ্বিতীয় ডোজ টিকার অপেক্ষমাণদের সিদ্ধান্ত আগামী সপ্তাহে

নিজস্ব প্রতিবেদক

দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষা করছেন ১৫ লাখ মানুষ। জাপান থেকে কোভ্যাক্সের মাধ্যমে পাওয়া অক্সফোর্ডের টিকা তাদের দেওয়া হবে। আগামী শুক্রবার জাপান থেকে টিকার দ্বিতীয় চালান হাতে পাওয়ার কথা আছে। এ টিকা পেলে আগামী সপ্তাহে দ্বিতীয় ডোজ চালুর সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, এ পর্যন্ত অক্সফোর্ডের টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন। গত রবিবার পর্যন্ত দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪২ লাখ ৯৮ হাজার ৮৬ জন। দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষা করছেন ১৫ লাখ ২১ হাজার ৯৪৭ জন। ভারত থেকে টিকা আসা বন্ধ হওয়ায় দ্বিতীয় ডোজ নিয়ে গত এপ্রিল থেকে দেখা দিয়েছে সংকট। দেশের অধিকাংশ কেন্দ্রেই বন্ধ অ্যাস্ট্রাজেনেকার টিকাদান। এ পরিস্থিতিতে আশা জাগাচ্ছে জাপান থেকে কোভ্যাক্স সহায়তার মাধ্যমে পাওয়া অ্যাস্ট্রাজেনেকার টিকা। গত শনিবার জাপান থেকে ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ অক্সফোর্ড-আস্ট্রাজেনেকার টিকা এসেছে। আগামী শুক্রবার টিকার আরেকটি চালান জাপান থেকে আসার কথা রয়েছে। টিকা গ্রহণ করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছিলেন, ‘আমরা সৌভাগ্যবান। কারণ, এ টিকার জন্য অপেক্ষা করছেন প্রায় ১৫-১৬ লাখ লোক। তারা এ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নিয়েছিলেন, দ্বিতীয় ডোজের অপেক্ষা করছিলেন। আগামী শুক্রবার জাপান থেকে দ্বিতীয় চালানে পাঁচ লাখের মতো টিকা আসবে। সর্বমোট তারা ৩০ লাখ ৫০ হাজার অ্যাস্ট্রাজেনেকার টিকা দেবে। আগে বলেছিল ২৯ লাখ দেবে, তার পর আরও দেড় লাখ যোগ হয়েছে।’ দ্বিতীয় ধাপে অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রদানে এখনো কর্মপরিকল্পনা চূড়ান্ত হয়নি। সম্ভাবনা আছে আগামী সপ্তাহে দ্বিতীয় ডোজ শুরুর। তবে কার্যক্রম সাবলীল রাখতে পরবর্তী চালানের অপেক্ষায় আছে স্বাস্থ্য অধিদফতর। আগামীতে প্রতি মাসে ১ কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নে ওয়ার্ড পর্যায়ে কেন্দ্র সম্প্রসারণের কাজ চলছে বলে জানা গেছে। পাশাপাশি সম্প্রসারিত টিকাদান কর্মসূচি-ইপিআই কর্মীদেরও যুক্ত করা হচ্ছে এ কার্যক্রমে।

সর্বশেষ খবর