সোমবার, ৯ আগস্ট, ২০২১ ০০:০০ টা

নানা আয়োজনে বঙ্গমাতার জন্মদিন উদযাপিত

নিজস্ব প্রতিবেদক

নানা আয়োজনে বঙ্গমাতার জন্মদিন উদযাপিত

বঙ্গমাতা ফজিলাতুন নেছার জন্মদিনে দোয়া-মোনাজাত ও শ্রদ্ধা নিবেদন -বাংলাদেশ প্রতিদিন

নানা আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিন উদযাপিত হয়েছে। গতকাল ছিল এই মহীয়সী নারীর ৯১তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, ওয়েবিনার, দোয়া, মিলাদ, খাদ্য বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। এ ছাড়া সরকারি ও বেসরকারি পর্যায়ে দেশে ও দেশের বাইরেও নানা কর্মসূচি পালন করা হয়েছে।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন’ ও ‘বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব পদক-২০২১ প্রদান’ অনুষ্ঠানের আয়োজন করে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন বঙ্গমাতার জেষ্ঠ্য সন্তান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারই প্রথম বঙ্গমাতার জন্মদিনটি জাতীয়ভাবে উদযাপন করা হয় এবং স্বাধীনতার পর প্রথমবারের মতো এই মহীয়সী নারীর প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে দেশের জন্য বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচজন নারী ব্যক্তিত্বকে বঙ্গমাতা পদকে ভূষিত করা হয়।

সকালে বনানী কবরস্থানে বঙ্গমাতার কবরে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ও পরে আওয়ামী লীগের পক্ষে বঙ্গমাতার কবরে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, ড. আবদুর রাজ্জাক, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ড. হাছান মাহমুদ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় নেতা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।  কেন্দ্রীয় নেতাদের শ্রদ্ধা নিবেদনের পর আবু আহমেদ মন্নাফী ও হুমায়ুন কবিরের নেতৃত্বে ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণ এবং শেখ বজলুর রহমান ও এস এ মান্নান কচির নেতৃত্বে ঢাকা উত্তর আওয়ামী লীগ, শেখ ফজলে পরশ শামস ও মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে আওয়ামী যুবলীগ, সমীর চন্দ্র চন্দ ও উম্মে কুলসুম স্মৃতির নেতৃত্বে কৃষক লীগ, নির্মল রঞ্জন ও আফজালুর রহমান বাবুর নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ, সাফিয়া খাতুন ও মাহমুদা ক্রিকের নেতৃত্বে মহিলা আওয়ামী লীগ, নাজমা আকতার ও অপু উকিলের নেতৃত্বে যুব মহিলা লীগ, আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যের নেতৃত্বে ছাত্রলীগ, মৎস্যজীবী লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা বঙ্গমাতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এ ছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, সাবেক যুগ্ম মহাসচিব আলহাজ শরীফ উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন পাহাড়ি বীর প্রতীক প্রমুখ শ্রদ্ধা নিবেদন করেন। দিনটি উপলক্ষে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি সম্মুখসারির করোনা যোদ্ধা ১ হাজার চিকিৎসককে বিশেষ উপহারসামগ্রী প্রদান করে। বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপতিত্বে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, কেন্দ্রীয় নেতা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বক্তৃতা করেন। আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান। বিকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। এদিকে বনানী কবরস্থানে পুষ্পমাল্য অর্পণ শেষে ১৫ আগস্টে বঙ্গবন্ধু পরিবারের নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়ার আয়োজন করে আওয়ামী মৎস্যজীবী লীগ। পরে অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. সায়ীদুর রহমান, সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর, বীর মুক্তিযোদ্ধা ড. মমতাজ খানম, ফিরোজ আহম্মেদ তালুকদার, নাছির উল্লাহ নাছির, মো. শফিউল আলম শফিক প্রমুখ। খাদ্য বিতরণ অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধায়ন করেন ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক আবু আজম খান। ধামরাই বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের নিজস্ব অর্থায়নে উপহারসামগ্রী প্রদান করেছেন গোপালগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, যুব মহিলা লীগের তানিয়া হক শোভা। এ সময় উপস্থিত ছিলেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান, স্কুল পরিচালনা কমিটির ইসমত আরাসহ অভিভাবকরা।

সর্বশেষ খবর