সোমবার, ৯ আগস্ট, ২০২১ ০০:০০ টা
রোহিঙ্গা প্রত্যাবাসন

আসিয়ান দেশগুলোর হস্তক্ষেপ চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের হস্তক্ষেপ চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন, রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে দ্রুত প্রত্যাবাসনের জন্য আসিয়ানের হস্তক্ষেপ জরুরি। কারণ এত বিপুল সংখ্যক বাস্তুচ্যুত মানুষের দীর্ঘস্থায়ী উপস্থিতি শুধু বাংলাদেশ নয়, আসিয়ানসহ সমগ্র অঞ্চলের সামাজিক-রাজনৈতিক স্থিতিশীলতার জন্য মারাত্মক প্রভাব ফেলে। গতকাল ৫৪তম আসিয়ান দিবস উপলক্ষে আসিয়ান ঢাকা কমিটি আয়োজিত ভার্চুয়াল এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ আসিয়ান দেশগুলোর সঙ্গে রাজনৈতিক, বাণিজ্যিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী। আসিয়ান দেশগুলোর সঙ্গে দৃঢ় বন্ধন থাকা যে কোনো মানদন্ডে আমাদের সরকারের প্রধান বৈদেশিক নীতি অগ্রাধিকার। বাংলাদেশ আসিয়ানের অন্যতম শক্তিশালী অংশীদার এবং আসিয়ান বিনিয়োগকারীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য। আসিয়ান দেশগুলো একে অপরের সঙ্গে দারিদ্র্য বিমোচন, সন্ত্রাস দমন, জলবায়ু পরিবর্তন, পানিসম্পদ ব্যবস্থাপনা, অভিবাসন, দুর্যোগ ব্যবস্থাপনা কৃষি এবং আইসিটি বিষয়ে অংশীদারিত্ব গড়ে তুলতে পারে। পররাষ্ট্রমন্ত্রী আসিয়ান সেক্টরাল পার্টনার মর্যাদার জন্য বাংলাদেশের আবেদনে আসিয়ান দেশগুলোর কাছে সমর্থন চেয়েছেন। আসিয়ান ঢাকা কমিটির সভাপতি, বাংলাদেশে মালয়েশিয়ার হাইকমিশনার হাজনা মো. হাশিম, বাংলাদেশে ব্রুনাইয়ের হাইকমিশনার হাজী হারিস হাজী ওসমান এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর