বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সাবেক উপদেষ্টা ও জনস্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোজাহেরুল হক বলেছেন, করোনা সংক্রণের হার কমছে বলে ঢিলেমি করা যাবে না। আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। গণটিকার কার্যক্রম আরও জোরদার করতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে মুঠোফোনে তিনি এ কথা বলেন। ডা. মোজাহেরুল হক বলেন, সংক্রমণের হার কমায় ঢিলেমি করলে সংক্রমণের যে নিচের দিকে নামার প্রবণতা তা বাধাপ্রাপ্ত হবে। তাহলে সংক্রমণ নিয়ন্ত্রণে দেরি হবে। বর্তমানে সংক্রমণ কমে আসার পেছনে দুটি দিক আছে। একটি হলো, মানুষ আগের চেয়ে বেশি সচেতন ও সংক্রমণ প্রতিরোধ কাজে সম্পৃক্ত। মানুষ এখন নিজেরাই আগের চেয়ে অনেক বেশি স্বাস্থ্যবিধি মেনে চলছে। পাশাপাশি সরকারও চেষ্টা করছে অফিস-আদালত, দোকানপাটে স্বাস্থ্যবিধি মানাতে। আমাদের ব্যবসাপ্রতিষ্ঠান, শিল্পকারখানাগুলোয়ও স্বাস্থ্যবিধি মানতে কড়াকড়ি করা হচ্ছে। এগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান করতে হবে। মানুষকে যদি সঠিকভাবে স্বাস্থ্যবিধি মানাতে পারি, পাশাপাশি গণটিকা কার্যক্রম আরও জোরদার করতে পারি তাহলে আমরা আশাবাদী হতেই পারি। আমাদের এ পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৭৮ লাখের ওপরে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৭৪ লাখের ওপরে। জনগণের সচেতনতা ও সম্পৃক্ততার পাশাপাশি গণটিকা কার্যক্রম জোরদার করাই এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, সরকারের এখন চ্যালেঞ্জ হলো টিকা সংগ্রহ এবং সঠিকভাবে পরিচালনা করা। কারণ এ নিয়ে জনগণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ টিকাদান প্রক্রিয়া গ্রামের ওয়ার্ড বা ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত কীভাবে ব্যবস্থাপনা করতে হবে তা জানাতে হবে। আমার পরামর্শ হলো, টিকা যেহেতু ইউনিয়ন পর্যায়ে দেওয়া হচ্ছে প্রতিটি ওয়ার্ডে কতজন বয়স্ক বা অসুস্থ লোক আছেন তা চেয়ারম্যান বা ইউপি সদস্য জানেন। এ ক্ষেত্রে দায়িত্ব ও দায়বদ্ধতাটা তাদেরই নিতে হবে। এখন যে ব্যবস্থাপনা আছে তাতে আমরা কাউকে দায়ী করতে পারি না। জবাবদিহির মধ্যে আনতে পারলে আমাদের গণটিকা কার্যক্রমে সফলতা আসতে। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে দেশের জনসংখ্যার বড় একটি অংশের হার্ড ইমিউনিটি চলে আসবে। সরকার যদি সঠিকভাবে তদারকি না করে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর যদি দায়িত্ব বা দায়বদ্ধতা না থাকে তাহলে করোনা নিয়ন্ত্রণ আনা যাবে না। বিদেশে এমনও আছে দুই টিকা না দিলে অনেক স্থানে তারা যেতেও পারবে না। আমাদেরও ভবিষ্যতে এমনটা করতে হবে। আমাদের দেশের মানুষ টিকা নিতে আগ্রহী। টিকা কেন্দ্রে ভিড়ও বাড়ছে। তবে আমাদের ব্যবস্থাপনাটা ঠিক নয়।
শিরোনাম
- কানাডা সহজ করেছে নাগরিকত্ব পাওয়ার নিয়ম
- বাংলাদেশি চিকিৎসক-নার্স নিয়োগে জিটুজি ফ্রেমওয়ার্ক প্রস্তাব সৌদির
- জাতীয় নির্বাচনে ভোট দিতে ২০ হাজার ৮৬২ প্রবাসীর নিবন্ধন
- মাত্র ১৬ বাসে ঠাঁই মিলল না জবির অধিকাংশ শিক্ষার্থীর
- অল্প সময়ের মধ্যে চার ভূমিকম্প কী ইঙ্গিত দিচ্ছে
- মুন্সীগঞ্জে ৩৯ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
- ই-পারিবারিক আদালত দুর্নীতি কমাবে, সময়ও বাঁচাবে: আইন উপদেষ্টা
- পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩
- কাক দিয়ে শহর পরিষ্কার? সুইডিশ প্রকল্পের ভবিষ্যৎ কী?
- ফকির-বাউলদের ওপর জুলুম বন্ধের আহ্বান তথ্য উপদেষ্টার
- শ্রবণ সমস্যা সমাধানে ইয়ারবাডের ব্যবহার বাড়ছে বিশ্বজুড়ে
- ৪০ বছর বয়সেও বাইসাইকেল কিকে রোনালদোর গোল, বড় জয় আল-নাসরের
- খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির কারণ জানালেন চিকিৎসক
- গোলের পর অ্যাসিস্টের হ্যাটট্রিকে ফাইনালে মায়ামিকে তুললেন মেসি
- ট্রাম্পের সৌদি প্রীতি, ইসরায়েল কি কোণঠাসা?
- কেমন থাকতে পারে আজকের ঢাকার আবহাওয়া
- নির্বাচনের পর গাম্বিয়ায় পালিয়েছেন ক্যামেরুনের বিরোধী নেতা
- নিকট ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’