পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যকার আলাপে দ্রুত নির্বাচন আয়োজনের বিষয়টি উঠে এসেছে। এ ছাড়া বর্তমান সরকারের চলমান সংস্কারকাজে সমর্থন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। ইউনূস-রুবিওর ফোনালাপ নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তাঁরা খুব চমৎকার পরিবেশে কথা বলেছেন। তখন আমি সামনে বসা ছিলাম। সেখানে সংস্কার কার্যক্রমে তাঁদের সমর্থনের কথা বলেছেন এবং কথায় উঠে এসেছে যথাশিগগির সম্ভব নির্বাচন করা হোক।’ মানবিক করিডর নিয়ে আলোচনা হয়েছে কি না- জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘না। এ ধরনের কোনো কথা হয়নি।’
উপদেষ্টা আরও বলেন, ‘তিন বছরের জন্য ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস স্থাপনের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এটি এখনো খসড়া পর্যায়ে আছে। এ বিষয়ে দুই পক্ষ একমত হলে চূড়ান্ত চুক্তি করা হবে। তবে পরবর্তী সরকার চাইলে এটির মেয়াদ বাড়াতে পারবে।’ অভিন্ন নদনদীর পানিবণ্টন নিয়ে ভারতের সঙ্গে টালবাহানার কিছু নেই বলেও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘ভারত থেকে আমরা এ ব্যাপারে গত ১৫-২০ এমনকি ৩০ বছরেও পজিটিভ কিছু পাইনি। বহু আগে একবার পজিটিভ মত এসেছিল। তখন আমরা গ্রহণ করিনি। এ পর্যায়ে আছে এখন। দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমেই এর সমাধানের চেষ্টা করছে বাংলাদেশ।’ মালয়েশিয়ায় গ্রেপ্তার ৩৬ বাংলাদেশির সম্পর্কে তথ্য জানতে চাইলে এখনো উত্তর পাওয়া যায়নি বলেও জানান তিনি। তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যের প্রবাসীদের বিভিন্ন কারণে যে সাফারিং, সেটা দূর করার জন্য চেষ্টা করেছি। সবই যে করতে পেরেছি, তা নয়। ওমানে আমরা উদ্যোগ নিয়েছি কর্মীদের পাসপোর্ট দিতে, যেন রাস্তায় রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে না হয়। বাকি মিশনগুলোকেও এ ব্যবস্থা নিতে বলেছি।’