শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

সব মেডিকেল কলেজ খুলবে ১৩ সেপ্টেম্বর

সাড়ে ১৬ কোটি টিকা কেনার নীতিগত সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

১৩ সেপ্টেম্বর সারা দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও মেডিকেল শিক্ষাসংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গতকাল স্বাস্থ্যসেবা বিভাগে এমবিবিএস ও বিডিএস কোর্সের দ্বিতীয় ও পঞ্চম বর্ষের ক্লাস সশরীরে চালুর বিষয়ে আয়োজিত সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা এটা ১৩ তারিখ শুরুর প্রস্তুতি নিয়েছি। এক দিন এদিক-সেদিক হতে পারে।’ কভিডবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি, স্বাস্থ্য শিক্ষা অধিদফতর, স্বাস্থ্য অধিদফতর, সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ-বিশ্ববিদ্যালয়, বিএমডিসিসহ  সবার মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এ ছাড়া মন্ত্রী ওই সভায় বলেন,  ‘চীনের কাছ থেকে নতুন করে ৬ কোটি ডোজ এবং বিশ্বস্বাস্থ্য সংস্থার মাধ্যমে সাড়ে ১০ কোটি ডোজ করোনা টিকা ক্রয়ের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, এর মধ্যে চীনের সিনোভ্যাক টিকা প্রতি মাসে ২ কোটি ডোজ করে ৩ মাসে দেশে এসে পৌঁছবে। সবকিছু ঠিক থাকলে দেশে আগামী মাস থেকেই প্রতি মাসে দেড় থেকে ২ কোটি ডোজ টিকা দেওয়া সম্ভব হবে।’ সব মেডিকেল কলেজ খুলে দেওয়ার ব্যাপারে মন্ত্রী আরও বলেন, ‘প্রায় দেড় বছর ধরে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ আছে। অনলাইনে কিছু ক্লাস হলেও মেডিকেল শিক্ষায় সশরীরে ক্লাস নেওয়া দরকার। না হলে গ্যাপ পড়ে যাবে। আমরা ডাক্তার পাব না। এ কারণে সিদ্ধান্ত নিয়েছি সশরীরে ক্লাস নেওয়া হবে।’ মন্ত্রী জানান, মেডিকেল, ডেন্টাল, নার্সিংসহ সব ধরনের মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠানই খুলবে। স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এনায়েত হোসেনসহ অন্য কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর