শিরোনাম
বুধবার, ১৩ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

পূজামন্ডপে কোনো নিরাপত্তাঝুঁকি নেই

নিজস্ব প্রতিবেদক

পূজামন্ডপে কোনো নিরাপত্তাঝুঁকি নেই

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ধর্মের নামে দেশে যারা বিশৃঙ্খলা তৈরি করতে চেয়েছিল তাদের কঠোরভাবে দমন করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে। পূজামন্ডপগুলোতে কোনো ধরনের নিরাপত্তাঝুঁকি নেই। শুধু পূজা নয়, সব ধর্মীয় উৎসবে নিরাপত্তা বাহিনী কাজ করছে। গতকাল     রাজধানীর স্বামীবাগে লোকনাথ মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে পূজামন্ডপ পরিদর্শন ও বস্ত্র বিতরণ শেষে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের মানুষ ধর্মভীরু, ধর্মান্ধ নয়। ধর্ম যার যার উৎসব সবার, এ নীতিতে বিশ্বাসী বাংলাদেশের মানুষ। তিনি বলেন, যারা দেশে ধর্মের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল, তাদের কঠোরভাবে দমন করা হয়েছে। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের। আমি আশা করি সবকিছু সুন্দরভাবে সম্পন্ন হবে। আমি বলব, পৃথিবীর সব জায়গায় শান্তি অব্যাহত থাকুক। জঙ্গি উত্থান যেন না হয়, কোনোভাবেই যেন সন্ত্রাসীরা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে- সেটাই আমাদের চিন্তাচেতনা। আসাদুজ্জামান খান বলেন, শুধু ধর্মীয় উৎসব নয়, যে কোনো উৎসবে আমাদের সিকিউর করার দায়িত্ব নিরাপত্তা বাহিনীর। আমাদের চোখ-কান খোলা রয়েছে। আমরা মনে করি আমরা সজাগ রয়েছি। কাউকে কোনো ধরনের দুষ্কর্ম আমরা করতে দেব না। আমাদের দেশে এবারও গতবারের চেয়ে প্রায় ৫০০ প্রতিমা বেশি তৈরি হয়েছে। আমরা আশা করি, পূজা সুন্দরভাবে শেষ হবে। হিন্দু-মুসলিমন্ডবৌদ্ধ-খ্রিস্টান এখানে ধর্মের কোনো বাধা নেই?।

সর্বশেষ খবর