শনিবার, ৩০ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

ভাতের প্রসঙ্গই আনিনি

নিজস্ব প্রতিবেদক

ভাতের প্রসঙ্গই আনিনি

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, ৭৭টি মিডিয়া আমার বক্তব্য কাভার করেছে। একটি ভূইফোঁড় পত্রিকা নিউজ করেছে আমি নাকি বলেছি, মানুষ ভাত বেশি খায়, এ জন্য চালের দাম বেড়ে গেছে। এ ধরনের কথা আমি কোনো দিনই বলিনি। মানুষের পুষ্টির চাহিদা মেটানোর কথা বলেছি। ভাত বেশি               খাওয়া কিংবা চালের দাম নিয়ে কোনো কথা আমি বলিনি। আমি এ প্রসঙ্গই আনিনি। গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বিশ্ব জলবায়ু সম্মেলন ২০২১ : বাংলাদেশের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। এই সেমিনারের আয়োজন করে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটি।  কৃষিমন্ত্রী ড. রাজ্জাক বলেন, সরকারের লক্ষ্য আগামী প্রজন্মকে সৃজনশীল ও মেধাবী হিসেবে গড়ে তোলা। তাই পুষ্টি জাতীয় খাবার দিতে হবে। জাপান চার বেলা ভাত খায়, কিন্তু তাদের কনজাংশন ২ গ্রামেরও কম। যেখানে আমরা আগে ৪৩০ গ্রাম খেতাম, এখন এটা কমে ৩৭০ গ্রামে এসেছে। ধীরে ধীরে কমছে। মানুষের যেহেতু আয় বাড়ছে, মানুষ এখন শাক-সবজি, ফলমূল, ডিম, মাছ-মাংসই বেশি খাচ্ছে। তিনি বলেন, আমাদের নির্বাচনী ইশতেহারে বলেছি, আমরা পুষ্টি জাতীয় খাবার এবং সি ফুড মানুষকে দেব। এটাই এখন আমাদের চ্যালেঞ্জ। এ জন্য কৃষিকে আধুনিকীকরণ করতে হবে। আমরা যান্ত্রিকীকরণ করছি। আমাদের কৃষকদের আয় বাড়াতে হবে, তাদের জীবনযাত্রার মান বাড়াতে হবে। সভাপতিত্ব করেন আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটির চেয়ারম্যান ড. খন্দকার বজলুল হক। স্বাগত বক্তব্য দেন উপ-কমিটির সদস্য সচিব দেলোয়ার হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর