সংসদে বিরোধী দল জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, জেলা প্রশাসকরা বডি গার্ড পান। ইউএনও (উপজেলা নির্বাহী কর্মকর্তা) সাহেবের গাড়িতে তিন-চারজন আনসার উইথ আর্মস, তারা বডিগার্ড সঙ্গে নিয়ে যান। আর আমার এমপি বেক্কলের মতো ঘোরেন। এমপির পারসোনাল একটা গানও (অস্ত্র) নাই। এ সময় তিনি সংসদ সদস্যদের রাষ্ট্রীয় প্রটোকল ঠিক করে দেওয়ার দাবি জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশনের সমাপনী দিনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক (পারিতোষিক ও বিশেষাধিকার) বিলের ওপর আলোচনা করতে গিয়ে তিনি এ কথা বলেন। সংসদ নেতা শেখ হাসিনার উদ্দেশে জাতীয় পার্টির এমপি মুজিবুল হক বলেন, ‘সময় চেঞ্জ হয়েছে। সংসদ নেত্রী, আপনার সঙ্গে তো অনেকে আছেন, এমপিরা তো একলা একলা ঘোরেন। ডিসির একজন বডিগার্ড আছে, সচিবের বডিগার্ড আছে, আর এমপি ঢাকা শহরে একা একা ঘোরেন।’ তিনি বলেন, এমপিদের স্ট্যাটাসটা কী, রাষ্ট্রীয় প্রটোকল কী- এটা জানতে চেয়ে, বলতে বলতে মইনউদ্দীন খান বাদল মরেই গেছেন। উচ্চ আদালত নিজেদের মতো করে ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স’ ঠিক করেছেন। সেটা করতে পারেন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এরপর স্পিকারের সঙ্গে প্রধান বিচারপতি এক সমান। করুন আপত্তি নাই। কিন্তু একজন পার্লামেন্টের মেম্বার- জনপ্রতিনিধি, রাষ্ট্রের মালিক; তাদের প্রটোকল কেন সরকারি আমলার নিচে থাকবে? এটা অসুন্দর লাগে। তিনি আরও বলেন, ‘কিছুদিন আগে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসায় আক্রমণ হয়েছিল। সেই আক্রমণের কারণে এখন সারা বাংলাদেশে সব ইউএনওর বাসায় ১০-১২ জন আর্মসধারী আনসার দেওয়া হয়েছে। আবার সেই ইউএনও সাহেবের গাড়িতে কিন্তু তিন-চারজন আনসার উইথ আর্মস তারা সঙ্গে নিয়ে যান। আর আমার এমপি বেক্কলের মতো ঘোরেন। এমপির পারসোনাল একটা গানও নাই।’
শিরোনাম
- রংপুরে হত্যা মামলায় আইনজীবী কারাগারে
- ঐকমত্যে পৌঁছে ৩০ জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ : আলী রীয়াজ
- হবিগঞ্জে শিক্ষার মানোন্নয়নে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার মতবিনিময়
- শতবর্ষী মাহাথির ক্লান্তিজনিত কারণে হাসপাতালে ভর্তি
- পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে কোস্ট গার্ডের ত্রাণসামগ্রী বিতরণ
- ৭ মামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- ইতালির বিমানবন্দরে বিমানের ইঞ্জিনে ঝাঁপিয়ে মৃত্যু
- মানিকগঞ্জে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড
- ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যায় আরও দুই আসামি গ্রেফতার
- হবিগঞ্জে সংঘর্ষের ছয় দিন পর আহত রিমনের মৃত্যু
- মোদিকে আম উপহার পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা
- কার্বন ডাই–অক্সাইড ও তাপমাত্রা বৃদ্ধিতে ফসলে পুষ্টিহানি
- মুকসুদপুরে সড়ক সংস্কারের দাবিতে স্থানীয়দের মানববন্ধন
- মহাবিশ্বের গহ্বরে আটকে আছে পৃথিবী? সম্প্রসারণ বাড়ছে দ্রুতগতিতে
- আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান
- পাকিস্তানের সঙ্গে শিল্প চুক্তি স্বাক্ষর রাশিয়ার
- অগণতান্ত্রিক অপশক্তির প্রধান টার্গেট তারেক রহমান
- সোহাগ হত্যার তদন্তে বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট
- অবশেষে দাদির কোলে ফিরলো হারিয়ে যাওয়া শিশু রোজামনি
- প্যারিসের প্রেমের সেতুতে তালা দিলেন মেহজাবীন