বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

করোনা মোকাবিলায় বিশ্বব্যাপী ঐক্য হয়নি

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

করোনা মোকাবিলায় বিশ্বব্যাপী ঐক্য হয়নি

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বিশ্ব অর্থনীতি ফোরামের সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্যে বলেছেন, করোনা মহামারির দুই বছর হতে চলল। অথচ প্রতিরোধে যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার ছিল তা করতে সক্ষম হইনি। বিশ্বব্যাপী যে ধরনের ঐক্য গড়ে ওঠা উচিত ছিল তা-ও অনুপস্থিত রয়েছে। করোনা  মোকাবিলায় ঐক্যবদ্ধ কর্মসূচি দৃশ্যমান হয়নি। নিউইয়র্ক থেকে সোমবার সুইজারল্যান্ডের ডেভসে বিশ্ব নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রান্ত থেকে ভার্চুয়ালি অংশগ্রহণকারীদের উদ্দেশে মহাসচিব বলেন, এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে অর্থনীতি, মানবতা এবং আমাদের ধরণির জন্য একটি অত্যন্ত কঠিন সময়ের মধ্যে। গত সপ্তাহে প্রকাশিত জাতিসংঘের ফ্ল্যাগশিপ অর্থনৈতিক পূর্বাভাস অনুসারে, বিশ্ব একটি পঙ্গু অর্থনৈতিক সংকটের গভীরতা থেকে বেরিয়ে আসছে, কিন্তু পুনরুদ্ধার কর্মকান্ড দুর্বল এবং অসম রয়ে গেছে। ক্রমাগত শ্রমবাজারের চ্যালেঞ্জ, পণ্য পরিবহন ও সরবরাহে অচলাবস্থা, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং ঋণের ফাঁদে আটকে থাকা, পুনরুদ্ধার তৎপরতা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মহাসচিব করোনা পরিস্থিতি সামলাতে তিনটি বিষয়ের ওপর আলোকপাত করেন। প্রথমত. স্বচ্ছতার সঙ্গে সমতার ভিত্তিতে করোনা মোকাবিলার সরঞ্জাম, টিকা বিতরণ করতে হবে। গত বছর বিশ্বের মোট জনসংখ্যার ৪০ শতাংশকে টিকার আওতায় আনার পরিকল্পনা ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার। চলতি বছরের জুনের মধ্যে ৭০ শতাংশকে টিকা প্রদানের কথা। কিন্তু বাস্তবে তা দৃশ্যমান হয়নি। মহাসচিব বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্ষমতা জোরদারের প্রয়োজনীয়তার কথাও ব্যক্ত করেছেন তার উদ্বোধনী বক্তব্যে। মহাসচিব বিশ্বের আর্থিক কর্মকান্ডে সমতা আনতে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। সারা বিশ্বের জন্য কল্যাণ বয়ে আনতে পারে গ্লোবাল ফাইন্যান্সিয়াল সিস্টেমের সংস্কার সাধনের মধ্য দিয়ে।

তিনি উল্লেখ করেন, এই সংকটময় মুহূর্তে, আমরা একমুখী পুনরুদ্ধার কর্মসূচি গ্রহণ করেছি। জাতিসংঘের প্রধান বিশ্বাস করেন নিম্ন আয়ের দেশগুলো চরম অর্থ সংকটে পড়েছে। তারা এ সময়ে সবচেয়ে ধীরগতির বৃদ্ধি অনুভব করছে এবং অপর্যাপ্ত জাতীয় বাজেট দিয়ে নিজেদের উদ্ধারের চেষ্টা করছে। পরিবেশ সুরক্ষায় ধনী-গরিব সবাইকে একযোগে কাজের আহ্বান জানিয়েছেন মহাসচিব।

সর্বশেষ খবর