বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

খোঁজ মিলছে না অস্ত্রধারীদের

ময়মনসিংহে ৩০ বাড়িতে হামলা ভাঙচুর আগুন

প্রতিদিন ডেস্ক

চট্টগ্রামে সেই অস্ত্রধারীদের খুঁজছে পুলিশ। অন্যদিকে ময়মনসিংহে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ৩০টি বাড়ি-ঘরে হামলা অগ্নিসংযোগ করা হয়েছে।

চট্টগ্রাম : সপ্তম ধাপের নির্বাচনে সাতকানিয়ার নলুয়া ও বাজালিয়া ইউনিয়নে শিশুসহ রক্ত ঝরেছে দুজনের। হয়েছে দফায় দফায় সংঘর্ষ। গুলিবিনিময়, পাইপগান, রামদা, কিরিচসহ দেশীয় অস্ত্র উঁচিয়ে গুলি বর্ষণ ও অস্ত্রের মহড়া দেওয়ার মতো ঘটনাও। সেই অস্ত্রধারী কারা, তার সন্ধানে মাঠে নেমেছে পুলিশ প্রশাসন। গতকাল সেই অস্ত্রধারীদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে সারাদিন পুলিশের অভিযান অব্যাহত ছিল। এ সময় অস্ত্র উদ্ধার ও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ। তবে মূল অস্ত্রধারীরা গ্রেফতার হয়েছে কিনা, তা তদন্তের স্বার্থে বলা হচ্ছে না  বলে জানায় পুলিশ। চট্টগ্রামের সাতকানিয়ায় গত সোমবারে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) এস এম রশিদুল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অস্ত্রবাজ যেই হোক, তাদের চিহ্নিত করা হবে। ময়মনসিংহ : সপ্তম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নে কমপক্ষে ৩০টি বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় ২ নম্বর ওয়ার্ডের বিজয়ী ইউপি সদস্য আবুল বাশারের বাড়িতেও হামলা করা হয়। সোমবার সন্ধ্যায় ও মঙ্গলবার সকালে দুই দফায় এসব বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরাজিত ইউপি সদস্য ফাখরুল ইসলাম ও ঘোড়া প্রতীকের প্রার্থী নজরুল ইসলামের সমর্থকদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঈশ্বরগঞ্জ থানার ওসি আবদুল কাদের মিয়া জানান, সহিংসতার খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর