রবিবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনায় ঢাকা মহানগরী দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ নেতা-কর্মীদের গ্রেফতার এবং মামলার প্রতিবাদে থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীর গেন্ডারিয়া, শ্যামপুর, যাত্রাবাড়ী, লালবাগ, সূত্রাপুর, কলাবাগান, ডেমরা, মতিঝিল, রমনা, বংশাল, চকবাজার, শাহবাগ, নিউমার্কেট, ধানমন্ডি, খিলগাঁও, কামরাঙ্গীরচর, ওয়ারী, সবুজবাগ, মুগদা, কোতোয়ালি, শাহজাহানপুর ও পল্টন এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম গতকাল এক বিবৃতিতে বলেন, অবিলম্বে নেতা-কর্মীদের মুক্তি দিতে হবে। মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং দলীয় কার্যালয়ে হামলায় অংশগ্রহণকারী আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে আওয়ামী ক্যাডারদের বিচার করতে হবে।