বুধবার, ১৬ মার্চ, ২০২২ ০০:০০ টা
দুই যুগে প্রবেশের অনুষ্ঠানে শুভেচ্ছা বিশিষ্টজনসহ সবার

সত্য প্রকাশে পিছপা হয় না বাংলাদেশ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক

সত্য প্রকাশে পিছপা হয় না বাংলাদেশ প্রতিদিন

বাংলাদেশ প্রতিদিনের দুই যুগে প্রবেশে মুক্তিযোদ্ধারা পতাকা তুলে দিচ্ছেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহানের হাতে -বাংলাদেশ প্রতিদিন

দিনভর ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর আনন্দ আয়োজনে গতকাল দুই যুগে প্রবেশ করল দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন। ধারাবাহিক সাফল্যের মধ্য দিয়ে এক যুগ পেরিয়ে দ্বিতীয় যুগে পথচলা শুরু করল সকল স্তরের পাঠকের প্রিয় এ দৈনিক। এ উপলক্ষে দিনভর ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয় বাংলাদেশ প্রতিদিন পরিবার। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রী হলে আয়োজিত অনুষ্ঠানে শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা গ্রহণ করেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান। আগত অতিথিদের বরণ করেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন পর্যায়ের তারকার মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল। আগত অতিথিরা শুভেচ্ছা বক্তব্যে বলেন, সত্য প্রকাশে কখনো পিছপা হয় না বাংলাদেশ প্রতিদিন। নিরপেক্ষ অবস্থানের কারণেই পত্রিকাটি সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেছে। বাংলাদেশ প্রতিদিনের দ্বিতীয় যুগে প্রবেশ উপলক্ষে গতকাল সকাল থেকে বিশেষ আয়োজন ছিল আইসিসিবির নবরাত্রী হলে। সকাল ১০টার পর থেকেই আসতে থাকেন আমন্ত্রিত অতিথি, শুভানুধ্যায়ী ও পাঠকরা। আসেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ সর্বস্তরের রাজনীতিবিদ, শিক্ষাবিদ, শীর্ষ ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী, গণমাধ্যম ব্যক্তিত্ব, বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার প্রতিনিধি, সারা দেশের এজেন্ট, হকারসহ সমাজের সর্বস্তরের মানুষ। উৎসবের ঢল নামে গোটা এলাকায়। এ ছাড়া দেশের প্রতিটি মহানগর, জেলা ও উপজেলায় একযোগে যুগপূর্তির বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিদিনের প্রয়াত নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। প্রয়াত পীর হাবিবুর রহমানের কন্যা রাইসা নাজ চন্দ্রস্মিতা ও ভাই পীর ফজলুর রহমান মিসবাহ এমপি সম্মাননা গ্রহণ করেন। এ ছাড়া বাংলাদেশ প্রতিদিনের যুগপূর্তি উপলক্ষে প্রতিষ্ঠাকাল থেকে কর্মরত ১৫৭ জনকে সম্মাননা স্মারক দেওয়া হয়। সম্পাদক নঈম নিজামের উপস্থিতিতে এসব সম্মাননা তুলে দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। আয়োজনে সুস্বাদু খাবারের পাশাপাশি ছিল জনপ্রিয় সংগীতশিল্পীদের মনমাতানো পরিবেশনা। তাঁরা দিনভর মাতিয়ে রাখেন অতিথিদের। সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত অতিথিরা বাংলাদেশ প্রতিদিন অফিসে আসেন ফুলের ডালি নিয়ে। যুগপূর্তি উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয় কনভেনশন সিটির পাশাপাশি ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্স প্রাঙ্গণ। আলোকসজ্জার পাশাপাশি রংবেরঙের ব্যানার-ফেস্টুনে সজ্জিত ছিল বাংলাদেশ প্রতিদিন কার্যালয়।

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার ও বাংলাদেশ প্রতিদিনের সাবেক বিশেষ প্রতিনিধি শাবান মাহমুদ ও সিনিয়র রিপোর্টার রফিকুল ইসলাম রনির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিনের যুগ্মসম্পাদক আবু তাহের, উপসম্পাদক মাহমুদ হাসান, প্রধান বার্তা সম্পাদক কামাল মাহমুদ, বার্তা সম্পাদক নাহিদুল ইসলাম, প্রধান প্রতিবেদক মন্জুরুল ইসলাম, সিটি এডিটর শিমুল মাহমুদ, জাহাঙ্গীর আলম, বিজ্ঞাপন বিভাগের প্রধান সালাহ উদ্দিন আহমেদ, সার্কুলেশন বিভাগের জিএম মো. বিল্লাল হোসেন মন্টু। এ ছাড়া ইস্ট ওয়েস্ট মিডিয়া পরিবারের সাংবাদিক ও বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বক্তব্য :  বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেন, বাংলাদেশ প্রতিদিন প্রতিষ্ঠার পর থেকে দেশের উন্নয়ন, অর্থনীতি, রাজনীতিসহ সব ধরনের খবর প্রকাশের মাধ্যমে গণমানুষের প্রিয় পত্রিকা হয়ে উঠেছে। ১২ বছর ধরে পত্রিকাটি প্রচারের শীর্ষে রয়েছে। এটি কম কথা নয়।

আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, দীর্ঘ সময়ে সংবাদপত্রের জগতে শীর্ষস্থান ধরে রাখাই প্রমাণ করে এ পত্রিকা সফল। আমি প্রত্যাশা করি মুক্তিযুদ্ধের চেতনা লালন করে এ সংবাদপত্র এগিয়ে যাবে সামনের দিকে। জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা লালন করে চলেছে বাংলাদেশ প্রতিদিন। প্রতিটি স্তরের মানুষের হৃদয় কেড়ে নিয়েছে পত্রিকাটি। সকালে ঘুম থেকে ওঠার পর পত্রিকা পড়লে সারা পৃথিবীর একটা চিত্র পাওয়া যায়। শুভেচ্ছা বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে রাজনৈতিক, অর্থনৈতিক, দ্রব্যমূল্যসহ সর্বজনীন যে সংকট চলছে তার পথ সুগম করতে বাংলাদেশ প্রতিদিন তার ভূমিকা অব্যাহত রাখবে। পাশাপাশি জনগণের সমস্যাসমূহের কথা সবার সামনে তুলে ধরবে বলে প্রত্যাশা করি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনমানুষের কল্যাণে বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, প্রতিদিন সকালে আমি বাংলাদেশ প্রতিদিনের পাঠক। প্রতিবন্ধকতা সৃষ্টি করেও এর অগ্রযাত্রা কেউ থামাতে পারেনি। সত্যের গান গেয়েই চলেছে। বাংলাদেশ প্রতিদিনের যুগপূর্তিতে শুভেচ্ছা জানিয়ে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, দেশকে এগিয়ে নিতে, সুস্থ সুন্দর ঢাকা গড়তে আমাদের সহযোগী শক্তি হিসেবে কাজ করছে পত্রিকাটি। সবাইকে তথ্য দিয়ে সচেতন করতে বাংলাদেশ প্রতিদিন অপ্রতিদ্বন্দ্বী। শুভেচ্ছা বক্তব্যে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, বাংলাদেশ প্রতিদিন এক যুগ পার করে দুই যুগে প্রবেশ করেছে। বাংলাদেশ প্রতিদিন মুক্তিযুদ্ধের কথা বলে, জয় বাংলার কথা বলে, বঙ্গবন্ধুর আদর্শের কথা বলে এবং একাত্তরের পরাজিত অপশক্তির বিরুদ্ধে কথা বলে। সত্য প্রকাশে পিছপা হয় না। এ সময় তিনি বাংলাদেশ প্রতিদিনের প্রয়াত নির্বাহী সম্পাদক বিশিষ্ট কলামিস্ট পীর হাবিবুর রহমানকেও স্মরণ করেন। বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, স্বাস্থ্য খাতের সঙ্গে গণমাধ্যমের ওতপ্রোত সম্পর্ক। মহামারিকালে বাংলাদেশ প্রতিদিন আমাদের সঙ্গে কাঁধ মিলিয়ে কাজ করেছে।

রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিবর্গ : গতকাল বাংলাদেশ প্রতিদিনের দুই যুগে প্রবেশ উপলক্ষে শুভেচ্ছা জানাতে আসেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্মসাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি এবং পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এমপি, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কমিটির সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওছার, আনিসুর রহমান, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, যুব মহিলা লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল, সহসভাপতি কোহেলী কুদ্দুস মুক্তি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষে তাঁর জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ, যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের পক্ষে তারিকুল ইসলাম টুটুল। ঢাকা মহানগরী দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সহসভাপতি ডা. দিলীপ রায়, সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার কবির। ঢাকা মহানগরী দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাবেক যুগ্মসাধারণ সম্পাদক কামাল চৌধুরী, শাহবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল হামিদ, যুগ্মসাধারণ সম্পাদক সাজিদ রাসেল। যুবলীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানাতে হাজির হন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য মো. রফিকুল ইসলাম, ডা. সাজ্জাদ হায়দার লিটন, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ প্রমুখ। এ ছাড়া ফুলেল শুভেচ্ছা জানান সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব, মুন্সীগঞ্জ-২ আসনের এমপি সাগুফতা ইয়াসমিন এমিলি, সংরক্ষিত আসনের এমপি অ্যাডভোকেট আদিবা আনজুম মিতা, দেবীদ্বার উপজেলা চেয়ারম্যান ও ঢাকা গ্রুপের এমডি আবুল কালাম আজাদ। বাংলাদেশ প্রতিদিন মুক্তিযুদ্ধ চেতনায় অবিচল থাকায় সম্পাদক নঈম নিজামকে মুক্তিযোদ্ধাদের পতাকা হস্তান্তর করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু। এ সময় টিপুর সঙ্গে উপস্থিত ছিলেন বীর মুুক্তিযোদ্ধা মো. শাহজাহান, বীর মুুক্তিযোদ্ধা জামাল খান, বীর মুুক্তিযোদ্ধা এ বি সিদ্দিক মোল্লা, বীর মুুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, বীর মুুক্তিযোদ্ধা ডা. আবদুর রহিম প্রমুখ। স্বেচ্ছাসেবক লীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক এ কে এম মনোয়ারুল ইসলাম বিপুল, যুব মহিলা লীগের ঢাকা মহানগরী উত্তরের সভাপতি সাবিনা আকতার তুহিনসহ উত্তরের নেত্রীরা। সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানাতে হাজির হন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করতে আসেন সাবেক ছাত্রনেতা, চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক শাহজাদা মহিউদ্দিন, আওয়ামী লীগের ত্রাণ উপকমিটির সদস্য খলিলুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি উপকমিটির সদস্য খোন্দকার তারেক রায়হান, ফারুক হোসেন। জাসদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান সহসভাপতি ফজলুর রহমান বাবু, শফিউদ্দিন মোল্লা, যুগ্মসাধারণ সম্পাদক মো. মোহসীন, কেন্দ্রীয় নেতা জাকিনুল হক টিটোন, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন।

ফুলেল শুভেচ্ছা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সংসদের সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহছানুল হক মিলন, দলের প্রচার সম্পাদক শহিদউদ্দিন চৌধুরী এ্যানী, মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুস সাত্তার, সাবেক এমপি ও বিএনপি নেতা মেজর (অব.) আখতারুজ্জামান, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। এ ছাড়া সাবেক ছাত্রনেতা ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ নাসির, বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন অসুস্থ থাকায় তাঁর পক্ষে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নেতা এইচ এম সাইফ আলী খান, ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতা ও আদাবর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি, পার্টির কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী এ বি এম রুহুল আমিন হাওলাদার, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নান এমপি, বিরোধীদলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ এমপি, প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, কোষাধ্যক্ষ অ্যাভোকেট আবু তৈয়ব, সাংগঠনিক সম্পাদক সুমন আশরাফ ও কেন্দ্রীয় সদস্য এস এম দেলোয়ার সেন্টু। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, সহসভাপতি তানিয়া রব, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বীরপ্রতীক, বিকল্পধারা বাংলাদেশ-এর মহাসচিব মেজর অব. আবদুল মান্নান। জাতীয় পার্টি (কাজী জাফর)-এর চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট হোসনে আরা আহসান, ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর আহ্বায়ক হান্নান আহমেদ খান বাবলু, দফতর সম্পাদক গোলাম মোস্তফা কেন্দ্রীয় নেতা লোকমান পাটুয়ারী, ছাত্র নেতা গাজী ফয়েজ আহমদ ও তানবীর পারভেজ। বাংলাদেশ মুফাসসির সোসাইটির চেয়ারম্যান মাওলানা সেলিম হোসাইন আজাদী। ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ মাওলানা ফজলে বারী মাসউদ, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন, কেন্দ্রীয় নেতা শহিদুল ইসলাম কবির, মুফতি নিজাম উদ্দিন, আমিনুল ইসলাম। ভাসানী অনুযারী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসমাইল, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক মো. আল মুকতি। জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের মজলিশের শূরা সদস্য আতাউর রহমান সরকার ও কামরুল হাসান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, মহাসচিব লায়ন ফারুক রহমান। বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা ইসমাইল হোসাইন। জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, দফতর সম্পাদক তৌহিদুল ইসলাম রাতুল, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, এলডিপির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আওরঙ্গজেব বেলাল। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের দফতর সম্পাদক মুহাম্মদ আবদুল হাকিম, কেন্দ্রীয় নেতা মুহাম্মদ জসিদ উদ্দিন ও সাফায়াত উল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমেদ, কেন্দ্রীয় নেতা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবুল হাসানাত জালালী। খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাশেমী, যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল, ঢাকা মহানগরীর মঞ্জুরুল আলম মনসুর, এনডিপির প্রেসিডেন্ট এ কে আবু তাহের, প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ আল হারিস। বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোটের সভাপতি হাফেজ মাওলানা জিয়াউল হাসান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোসলেহ উদ্দিন ফোরকান, কেন্দ্রীয় নেতা হান্নান। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি ও জাতীয় সংহতি মঞ্চের প্রধান সমন্বয়কারী মাওলানা এ কে এম আশরাফুল হক, জাতীয় সংহতি মঞ্চের সদস্য সচিব প্রফেসর সিদ্দিকুর রহমান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সংস্কৃতি সচিব কবি মাহফুজুল হক সুমন। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি ও জাতীয় সংহতি মঞ্চের প্রধান সমন্বয়কারী মাওলানা এ কে এম আশরাফুল হক, জাতীয় সংহতি মঞ্চের সদস্য সচিব প্রফেসর সিদ্দিকুর রহমান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সংস্কৃতি সচিব কবি মাহফুজুল হক সুমন, বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান খান, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি।

বিভিন্ন সংস্থা-সংগঠন : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, বিএসএমএমইউর সহকারী অধ্যাপক ডা. মো. মারুফ হক খান, বিএসএমএমইউ উপাচার্যের পিএস (২) দেবাশীষ বৈরাগী। ফুলেল শুভেচ্ছা জানান যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী, আঁচল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তানসেন রোজ, কবি মহিবুল হোসেন তালুকদার। সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিন-এ এসে সম্পাদক নঈম নিজামকে ফুল দিয়ে আরও শুভেচ্ছা জানান বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের (বিএফটিআই) সিইও ড. মো. জাফর উদ্দিন।

ব্যবসায়ী সংগঠন : বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) পক্ষে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনটির সাবেক সভাপতি ডা. দিলিপ কুমার রায়, সহসভাপতি গুলজার আহমেদ, ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহিন, আনোয়ার হোসেন, আনিসুল রহমান দুলাল, সাধারণ সম্পাদক দিলিপ কুমার আগরওয়ালা, সহসম্পাদক নারায়ণ চন্দ্র দে, কোষাধ্যক্ষ উত্তম বণিক ও কার্যনির্বাহী সদস্য কার্তিক কর্মকার। এফবিসিসিআই পরিচালক নাসির মজুমদার।

আইনশৃঙ্খলা বাহিনী : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া) মো. ফারুক হোসেন, অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) হাফিজ আল আসাদ, সহকারী কমিশনার (মিডিয়া) আবু তালেব, ডিএমপির মতিঝিল বিভাগের এডিসি নুরুল আমিন; র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, উপ-পরিচালক মেজর হুসাইন রইসুল আজম মনি ও সহকারী পরিচালক এএসপি ইমরান খান, র‌্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল আবদুল্লাহ আল মোমেন; ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আশরাফুল ইসলাম ও পরিদর্শক (মিডিয়া) মো. মতিয়ার রহমান; নৌবাহিনীর লে. কমান্ডার বরুণ কুমার সরকার ও লে. কমান্ডার বদিউজ্জামান শাফিন; বাংলাদেশ কোস্ট গার্ডের সহকারী পরিচালক (মিডিয়া) লে. কমান্ডার আবদুর রহমান, মিডিয়া প্রতিনিধি কাজী ফয়সাল ও মো. কামরুল হাসান; বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম; রেনকন মোটর বাইক লিমিটেডের হেড অব সাপ্লাই চেইন আবু সাইমুন; কারা অধিদফতরের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) তৌহিদুল ইসলাম ও ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম; জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের সিইও মো. আছাদুজ্জামান মিয়া, পরিচালক (গোয়েন্দা) মো. কামরুল হাসান ও অতিরিক্ত পরিচালক মানসুর আহমেদ; পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছান।

শিক্ষা প্রতিষ্ঠান : প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা শিক্ষাবিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয় বাংলাদেশ প্রতিদিনকে। শুভেচ্ছা জানান বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির চেয়ারম্যান শহীদ সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিপণন সমিতির সাধারণ সম্পাদক বাবু দিলীপ কুমার মৈত্র, এম কামাল সেরনিয়াবাত শান্ত, রিয়াজ আহম্মেদ সম্রাট। জনপ্রিয় এ দৈনিককে ফুলেল শুভেচ্ছা জানান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য ইমেরিটাস অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম মফিজুল ইসলাম, নর্দান ইউনিভার্সিটির কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আনোয়ারুল করীম। আরও শুভেচ্ছা জানান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক জামিল আহমেদ, এআইইউবি ইউনিভার্সিটির উপ-পরিচালক (জনসংযোগ) আবু মিয়া আকন্দ, কানাডিয়ান ইউনিভার্সিটির জনসংযোগ দফতরের পরিচালক মো. মনিরুল ইসলাম রিন্টু, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ, ইউনাইটেড ইন্টারন্যানাল ইউনিভার্সিটি জনসংযোগ বিভাগের পরিচালক আবু সাদাত, নর্দান ইউনিভার্সিটির যুগ্ম পরিচালক (জনসংযোগ) শেখ মাহাবুব রহমান; আইইউবি ইউনিভার্সিটির সহকারী পরিচালক (জনসংযোগ) ওয়াহিদুজ্জামান, বিইউবিটি ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার (জনসংযোগ) জিসান আল জুবাইর, ইউনাইটেড ইন্টারন্যানাল ইউনিভার্সিটির সহকারী পরিচালক মো. সাদিকুর রহমান দিপু, সোনারগাঁও ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা নাহিদ হাসান, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জাহিদ হাসান। এ ছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

ক্রীড়া : বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকীতে জনপ্রিয় ক্রীড়াবিদ ও সংগঠকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শেখ রাসেল ক্রীড়া চক্রের পক্ষ থেকে ফুটবল ম্যানেজার হাবিবুর রহমান মান্নু, কোচ জুলফিকার মাহমুদ মিন্টু ও অধিনায়ক আশরাফুল ইসলাম রানা ফুল দিয়ে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামকে শুভেচ্ছা জানান। এ ছাড়া চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের পক্ষে ফুল দেন ওয়াসিমুজ্জামান, ফুটবল দলের টেকনিক্যাল ডিরেক্টর আবু যুবায়ের নিপু ও সহকারী কোচ মাহবুবুর রহমান রক্সি, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ফুটবল কমিটির চেয়ারম্যান সাবেক তারকা ফুটবলার আশরাফুদ্দিন আহমেদ চুন্নু ফুলেল শুভেচ্ছা জানান। সম্মিলিত ক্রীড়া পরিবারের সদস্য সচিব অভিজ্ঞ সংগঠক বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বাবুল, সাবেক তারকা ফুটবলার আবদুল গাফফার, শেখ মুহাম্মদ আসলাম, জাহিদ হোসেন এমিলি ও রুকনুজ্জামান কাঞ্চনও ফুলেল শুভেচ্ছা জানান। ভারতের বিখ্যাত ক্লাব ইস্ট বেঙ্গলের কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানান।

গণমাধ্যম ও সাংবাদিক সংগঠন : বাংলাদেশ প্রতিদিনের দুই যুগে প্রবেশ অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, আমাদের নতুন সময় সম্পাদক নাঈমুল ইসলাম খান, ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী, কালের কণ্ঠের সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী, নিউজটোয়েন্টিফোর টেলিভিশনের নির্বাহী সম্পাদক রাহুল রাহা, দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান, সিনিয়র সাংবাদিক সফিকুল করিম সাবু, বৈশাখী টেলিভিশনের আবদুর রউফ, প্রতিদিনের সংবাদের সম্পাদক শেখ নজরুল ইসলাম।

সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, সম্পাদক ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম রতন, সদস্য ফারুক আহমেদ তালুকদার, রিমন মাহফুজ। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, যুগ্ম সম্পাদক খায়রুল আলম, সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ, সাবেক সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী। ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব, যুগ্ম সাধারণ সম্পাদক শাহনাজ শারমিন, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শুক্কুর আলী শুভ। এ ছাড়া বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি মির্জা মেহেদী তমাল, সহসভাপতি মুহা. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম মন্টু, দফতর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু, প্রচার ও প্রকাশনা সম্পাদক রুদ্র রাসেল, কার্যনির্বাহী সদস্য আমানুর রহমান রনি ও সিরাজুল ইসলাম। এ ছাড়া ঢাকা সাব এডিটর্স কাউন্সিলের সভাপতি মামুন ফরাজী ও সাধারণ সম্পাদক আবুল হোসেন হৃদয় বাংলাদেশ প্রতিদিনকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হন।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব : নাট্যকার ও নির্দেশক মাসুম রেজা, অভিনেত্রী রোকেয়া প্রাচী, মডেল জান্নাতুল ফেরদৌস পিয়া, অভিনেতা আরেফিন শুভ, ইমন, সায়মন সাদিক, চাষী আলম, অভিনেত্রী বুবলি, আলিশা প্রধান, কণ্ঠশিল্পী শুভ্রদেব, এস ডি রুবেল, সজল, রুমানা, লেমিস, রেহান রাসূলসহ আরও অনেকে শুভেচ্ছা জানান বাংলাদেশ প্রতিদিনকে।

বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান : ফুল দিয়ে শুভেচ্ছা জানান বসুন্ধরা গ্রুপ সেক্টর-এ, বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড, ইস্টওয়েস্ট প্রপার্টিজ ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেডসহ বসুন্ধরা গ্রুপের বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। এ ছাড়া শুভেচ্ছা জানান আমিন মোহাম্মদ গ্রুপের নির্বাহী পরিচালক সৈয়দ তেলায়েত হোসেন, সময়ের আলো পত্রিকার প্রকাশক গাজী আহমেদ উল্লাহ্, রংধনু গ্রুপের মিডিয়া ব্র্যান্ড ও জনসংযোগ কর্মকর্তা সালমা ই আক্তার, সিনিয়র এক্সিকিউটিভ (মিডিয়া ব্র্যান্ড ও জনসংযোগ কর্মকর্তা) সালমান সরকার, প্রবাসী পল্লী গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ, সিনিয়র পরিচালক মো. মাহবুবুর ফাহিম রহমান, উপব্যবস্থাপক মো. জিল্লুর রহমান, সহকারী ব্যবস্থাপক রিয়াদ হোসেন, এলিন ফুড প্রোডাক্ট লিমিটেডের সিও জালাল উদ্দিন, জিপিএইচ ইস্পাতের এজিএম ব্র্যান্ড এ হক মাসুদ, প্রাণ গ্রুপের অ্যাকটিং হেড অব মিডিয়া সুজন খন্দকার, মিডিয়া প্ল্যানার মওদুদ আহমেদ, ম্যানেজার হাফিজুর রহমান, এজিএম জনসংযোগ কর্মকর্তা তৌহিদুজ্জামান, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ম্যানেজার ব্র্যান্ড মার্কেটিং আবদুল আজিজ, মিনিস্টার হাই টেক পার্ক লিমিটেডের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন কে এম জি কিবরিয়া, ল্যবএইড গ্রুপের জনসংযোগ কর্মকর্তা চৌধুরী মেহের ই খুদা দীপ। রানার গ্রুপের এজিএম মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ওয়াহিদ মুরাদ, নাভানা গ্রুপ লিমিটেডের এজিএম প্রশেন কুমার হাজরা পলাশ, ম্যানেজার মো. জামাত উল্লাহ হোসেন, সহকারী ব্যবস্থাপক যুবরাজ ইউসুফ মাহমুদ, সহকারী ব্যবস্থাপক মোস্তফা জামান কবির। কনকর্ড গ্রুপের নির্বাহী পরিচালক অনুপ কুমার সরকার, হেড অব মিডিয়া অ্যান্ড পিআর মীর মাহফুজুর রহমান, সহকারী মহাব্যবস্থাপক উজ্জ্বল কুমার বসাক, সহকারী ব্যবস্থাপক মিডিয়া অ্যান্ড পিআর জামাল উদ্দিন ভূঁইয়া শামীম, বিকাশ লিমিটেডের চিফ কমিউনিকেশনস অফিসার মাহফুজ সাদিক, হেড অব করপোরেট কমিউনিকেশনস শামসুদ্দিন হায়দার ডালিম, ব্যবস্থাপক করপোরেট কমিউনিকেশনস রুখসানা মিলি, করপোরেট কমিউনিকেশনস সিনিয়র অফিসার সোহেল হোসেন পাটোয়ারী, টপ অব মাইন্ডের সিনিয়র মিডিয়া অফিসার মো. জাহাঙ্গীর হোসেন। এক্সপ্রেশনসের সহকারী ব্যবস্থাপক হাসানুজ্জামান সোহাগ, প্যাপিরাস কমিউনিকেশনসের অ্যাসোসিয়েট ডিরেক্টর সাবরিনা নওরিন লিমু, সিনিয়র এক্সিকিউটিভ আলিয়া নুসরাত, গ্রুপ এম-এর পরিচালক মিডিয়া জাহাঙ্গীর কবির, ব্যবস্থাপক (মিডিয়া) খন্দকার মুনতাসির, সহকারী ব্যবস্থাপক (মিডিয়া) জামশেদ আলম, সহকারী ব্যবস্থাপক (অর্থ) আবু হোসেন। মিডিয়াকম-এর পক্ষে আবদুল মতিন, রুহুল আমিন, মি. ইমরান, হাবাস মিডিয়ার অ্যাসোসিয়েট ডিরেক্টর কাজী হুমায়ন কবির, এভারগ্রীন কমিউনিকেশনের প্রোপাইটর সফিকুল ইসলাম রানা, সারা লাইফ স্টাইলের ডেপুটি ম্যানেজার (মিডিয়া) এস কে রাহাত অয়ন, স্পেস বাবল কমিউনিকেশন লিমিটেডের ডেপুটি ম্যানেজার (মিডিয়া) ফাহাদ হোসেন, সমবায় অধিদফতরের জনসংযোগ কর্মকর্তা সাইফুল ইসলাম, কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালকের পিও নুরুল হক, হিসাব শাখার মো. মিজান।

দ্য কানেকশনের ম্যানেজার মার্কেটিং মনিমোহন হালদার, মার্কেটিং অফিসার ওমর ফারুক, মার্কেটিং অফিসার মো. সোহেল মিয়া, এনেক্স কমিউনিকেশনস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আসাদুজ্জামান, পরিচালক শরিফ সাব্বীর, ব্যবস্থাপক (ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস) মোহাম্মাদ মাজহারুল ইসলাম, অতিশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লিয়াকত সিকদার, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য গোলাম সারোয়ার কবির, জনসংযোগ কর্মকর্তা নুরুজ্জমান হোসেইন ফারাবি, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির ডেপুটি এক্সাম কন্ট্রোলার আবুল বাশার, সহকারী পরিচালক জনসংযোগ রাইসুল হক চৌধুরী, গ্রাফিক্স ডিজাইনার আহসানুল হক, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী, সিনিয়র এক্সিকিউটিভ ফরহাদ হোসেন, ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ পার্থ সারথী চক্রবর্তী। ওয়ালটন গ্রুপের অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর (পিআর, মিডিয়া অ্যান্ড ব্র্যান্ডিং) মো. মোস্তাফিজুর রহমান, অ্যাডিশনাল ডিরেক্টর অগাস্টিন সুজন বাড়ৈ। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন) মো. মনিরুজ্জামান, অফিসার রাজীব দাস। পিএইডি কমিউনিকেশনের মিডিয়া ম্যানেজার মো. আবরার হায়দার, গাংচিল লিমিটেডের পরিচালক মনিরুজ্জামান মাসুদ। অ্যাডপ্লে মিডিয়া ম্যানেজার খালিদ বিন মাহমুদ, পারপেল প্যাচের এক্সিকিউটিভ নুরে সালমা নিম্মি। ওয়েস্টিন ঢাকার পিআর শিরিনা ওয়াহিদ। শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির সহযোগী অধ্যাপক ও পরিচালক জনসংযোগ শিল্পী লিলি ইসলাম, ব্যবস্থাপক গণমাধ্যম সিকদার নজরুল ইসলাম, শাহজালাল ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব পিআর মো. শামসুদ্দোহা শিমু, ডেপুটি জনসংযোগ কর্মকর্তা কে এম হারুনুর রশীদ, জুনিয়র এক্সিকিউটিভ মো. নজরুল ইসলাম, অফিসার মো. আলমগীর হোসেন, গ্রামীণ ব্যাংকের জিএম মো. জাহাঙ্গীর হোসেন, মিডিয়া সেল (কলামিস্ট) মিজানুর রহমান, প্রিন্সিপাল অফিসার ড. শামীমুর রহমান। পদ্মা ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা ফারিয়া মোশারফ ও সামিনা রোশনি। ইসলামী ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন নজরুল ইসলাম, অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন মো. সুলতান উদ্দিন, সিনিয়র অফিসার মো. আবু তাহের তালুকদার, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড সিইও মোসলেহ উদ্দিন আহমেদ, জনসংযোগ কর্মকর্তা ও হেড অব ব্র্যান্ডিং অ্যান্ড কমিউনিকেশনস মো. আসাদুল্লাহহিল গালিব। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড ম্যানেজার কাজী মেজবাহ উদ্দিন, কার্ড ডিভিশন মো. মেসকাত আহমেদ হৃদয়, জুনিয়র অফিসার তানিয়া সুলতানা, প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিব ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড ব্র্যান্ড মার্কেটিং ও জনসংযোগ কর্মকর্তা মো. তারেক উদ্দিন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী লিমিটেডের পাবলিক অ্যাফিয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশনস মোহাম্মদ আক্তার হোসেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী আলমগীর, জেনারেল ম্যানেজার মো. জসিম উদ্দিন খান, এক্সপ্রেস লেদার প্রোডাক্ট লিমিটেডের (লোটো বাংলাদেশ)-এর হেড অব মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন সফিকুল ইসলাম লিটন, সিনিয়র এক্সিকিউটিব মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন কামরুল হাসান ও ম্যানেজার তন্ময় মিত্র তাপস। রূপালী ব্যাংক লিমিটেডের এজিএম ফকরুদ্দিন আহমেদ খান, কমিউনিটি ব্যাংক লিমিটেডের ব্র্যান্ডিং অ্যান্ড মিডিয়া আরাফাত রহমান, বাংলাদেশ কৃষি ব্যাংকের এসপিও হোসেন শহীদ সোরওয়ার্দী, পিও মিজানুর রহমান, স্বপ্ন লিমিটেডের মিডিয়া ম্যানেজার অ্যান্ড পিআর কামরুজ্জামান মিলু, সারা এ্যাডের পরিচালক ইঞ্জিনিয়ার জাকির হোসেন, অরিএ এ্যাডের পরিচালক ব্যবস্থাপনা বিষু কুমার, ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন মাহবুবুর রহমান, রিসার্চ অ্যাসোসিয়েট নাজিয়া আজমী, সাব এডিটর বাংলা ইনসাইডার ফাতিহা নিগার অপূর্বা, নিউ স্টার কমিউনিকেশনের স্বত্বাধিকারী শোয়েব মজুমদার, ম্যানেজার মার্কেটিং ওমর ফারুক। এ্যাড প্লাসের সিনিয়র এক্সিকিউনিটভ মিডিয়া গিয়াস উদ্দীন বুলবুল। প্রচিত আইএমসির ম্যানেজিং ডিরেক্টর সাবিনা ইয়াসমিন, এক্সিকিউনিটভ ডিরেক্টর রওশন আরা জামান মিলি।

সর্বশেষ খবর