শনিবার, ২৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

উচ্চশিক্ষার মান আরও ভালো করা সম্ভব

চাঁদপুর প্রতিনিধি

উচ্চশিক্ষার মান আরও ভালো করা সম্ভব

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে উচ্চশিক্ষার মান ততটা খারাপ নয়। দেশে শিক্ষার মান ভালো, তবে আরও ভালো করা সম্ভব, এর সুযোগও রয়েছে। মন্ত্রী বলেন, আমাদের দেশের অনেক বিশ্ববিদ্যালয় এখন বিশ্বমানের গবেষণায় কাজ করছে। শিক্ষায় র?্যাঙ্কিংয়ের বিষয়টি এখন অনেক বেশি আলোচিত হচ্ছে। ফলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোও এখন এ ক্ষেত্রে বেশি মনোযোগী হচ্ছে। আশাকরি আগামী দিনে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ব র?্যাঙ্কিংয়ে অনেক ভালো করবে। পরে তিনি চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে ১ হাজার ২০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। বিকালে চাঁদপুর ক্লাবে মন্ত্রীর দেওয়া দোয়া ও ইফতার মাহফিলে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর