হলে আসার আগে হল প্রশাসনকে হল ছাত্রলীগ সভাপতিকে জানিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কবি কাজী নজরুল ইসলাম হল ছাত্রলীগের সভাপতি এস এম সজীব হোসাইন। মঙ্গলবার দিবাগত রাত ১২টায় হলের সহকারী প্রভোস্ট হলে এলে সংশ্লিষ্ট হল ছাত্রলীগ সভাপতি তাদের সঙ্গে বাগবিতণ্ডার সময় এমন মন্তব্য করেন। এ সময় সজীব দাবি করেন, ‘প্রক্টর স্যার পর্যন্ত হলে এলে আমাকে ফোন দেয়। ছাত্রলীগ প্রশাসনের বডি।’ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সজীব হোসাইনের বাগবিতণ্ডার ৯ মিনিট ২ সেকেন্ডের রেকর্ডিং বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের হাতে এসেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দিবাগত রাত ১২টার পর বিশ্ববিদ্যালয়টির ২০ ব্যাচের শিক্ষার্থীরা ২১ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে ডাইনিংরুমে কথিত মিটিং করছিলেন। এ সময় হল পরিদর্শনে আসেন হলের সহকারী প্রভোস্ট শেখ মো. মাসুম ও মো. শরিফুল ইসলাম। এ সময় এত রাতে তারা এখানে কী করছে, কেন করছে এসব প্রশ্ন করেন শিক্ষার্থীদের। কিছু সময় পর সেখানে হল ছাত্রলীগ সভাপতি এস এম সজীব হোসাইন উপস্থিত হন। একপর্যায়ে সহকারী প্রভোস্ট শেখ মো. মাসুমের সঙ্গে ছাত্রলীগ সভাপতির উত্তপ্ত বাক্যবিনিময় হয়। প্রাপ্ত রেকর্ডিং অনুযায়ী, হল ছাত্রলীগ সভাপতি ও সহকারী প্রভোস্ট মাসুমের বাকবিত র সময় সজীব হোসাইন বলেন, ‘হলে একটা সমস্যা হইসে, আপনি আসছেন সমাধান করতে আর আমি জানি না বিষয়টা কেমন না... প্রক্টর স্যারও হলে এলে আমাকে ফোন দেয়। আপনি আমাকে ইনফর্ম করে হলে আসতেন। ছাত্রলীগ প্রশাসনের বডি।’ মিটিংয়ের প্রসঙ্গ টেনে সহকারী প্রভোস্টের উদ্দেশে সজীব বলেন, ‘আমার কাছে অভিযোগ আসছে তারা বিএনপির মিটিংয়ে গিয়েছিল, তারা ঝামেলা করতে চেয়েছিল। আমাকে সাথে না নিয়ে আপনি ঢোকেন কেমনে...।’ কিছুসময় পর ঘটনাস্থলে আসেন সহকারী প্রক্টর রাকিবুর রহমান। তাকে বলতে শোনা যায়, ‘এমন তো না যে আমরা ছাত্রলীগের বিরুদ্ধে কোনো কাজ করছি। আমরা সবাই আমাদের দায়িত্ববোধের জায়গা থেকেই কাজ করছি। তোমাদের দাবি, তোমাদেরকে জানিয়ে আসতে হবে। কথার কথা- গাঁজা বানিয়ে খেতে কত সময় লাগে... তোমাদেরকে খবর দিতে, আসতে আর পাকড়াও করতে কোনো কিছুই থাকে না। হল প্রশাসন তো হলে আসবেই, যদি কোনো খারাপ পরিস্থিতি হয় হল প্রেসিডেন্ট-সেক্রেটারিকে তো জানাবেই। এ বিষয়ে জানতে চাইলে সহকারী প্রভোস্ট শেখ মো. মাসুম বলেন, ‘সেদিন ক্যান্টিন ম্যানেজার জাহিদ ফোন দিয়ে বলেন, তিনি আর ক্যান্টিন চালাবেন না। এরপর রাতে আমি ও শরিফুল ইসলাম হলে যাই। হলে ঢুকতেই ডাইনিংয়ে ছাত্রদের জটলা দেখে সেখানে যাই। রাতে যাই হয়েছে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা ব্যবস্থা নেবেন।’ রেকর্ডিংয়ের বিষয়ে জানতে চাইলে হল ছাত্রলীগ সভাপতি সজীব হোসাইন প্রথমে ঘটনার সত্যতা স্বীকার করেন। পরে বলেন, না না এসব ভিত্তিহীন, এর কোনো ভিত্তি নেই।’ শেকৃবি প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক ও সংশ্লিষ্ট হল প্রভোস্ট প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘বিষয়টা আমরা জানি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, ছাত্রলীগের প্রেসিডেন্ট বা জিএস যেই হোক আমরা কার্যকরি পদক্ষেপ নেব।’
শিরোনাম
- সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ খালি
- ইলিশের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো যাবে না : মৎস্য উপদেষ্টা
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি স্বয়ংক্রিয় সফটওয়্যারে শুরু জুলাইয়ে
- ‘ভারতের অন্যায় আবদারের কাছে আমরা মাথানত করবো না’
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : নায়াব ইউসুফ
- চাঁদা আদায় বন্ধের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
- রায় মেনে ভারতকে সিন্ধু পানি চুক্তি বাস্তবায়নের আহ্বান জানাল পাকিস্তান
- ভোটকেন্দ্র নীতিমালার গেজেট প্রকাশ, ডিসি-এসপির কমিটি ও ইভিএম বাদ
- গাজা যুদ্ধে সেনা হতাহতের সংখ্যা জানাল ইসরায়েল
- সাজা মওকুফ হওয়ায় মুক্তি পেলেন যাবজ্জীবন সাজা পাওয়া ১৩ আসামি
- মঙ্গলবার থেকে আমদানি-রফতানির সব সনদ অনলাইনে জমা বাধ্যতামূলক
- ‘জনগণের ভাষা বুঝতে পেরে দ্রুত সময়ে নির্বাচনের ঘোষণা সরকার’
- এবার নিউইয়র্কের তহবিল বন্ধের হুমকি দিলেন ট্রাম্প
- স্বাস্থ্যকেন্দ্রে ‘মমতা’ প্রকল্প বন্ধের খবরে দুশ্চিন্তায় চরাঞ্চলের প্রসূতিরা
- ডেঙ্গু পরীক্ষার ফি নির্ধারণ করেছে সরকার
- প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
- বিএম কলেজের প্রশাসনিক ভবনে তালা
- আমেরিকায় যেভাবে ভয়ানক আসক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ‘লাফিং গ্যাস’
- দল নিবন্ধন : আবেদন যাচাই-বাছাইয়ের দায়িত্বে ইসির ৭ কর্মকর্তা
- বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে মতবিনিময় সভা
ছাত্রলীগকে জানিয়ে হলে আসতে হবে প্রশাসনকে!
শেকৃবি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর