হলে আসার আগে হল প্রশাসনকে হল ছাত্রলীগ সভাপতিকে জানিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কবি কাজী নজরুল ইসলাম হল ছাত্রলীগের সভাপতি এস এম সজীব হোসাইন। মঙ্গলবার দিবাগত রাত ১২টায় হলের সহকারী প্রভোস্ট হলে এলে সংশ্লিষ্ট হল ছাত্রলীগ সভাপতি তাদের সঙ্গে বাগবিতণ্ডার সময় এমন মন্তব্য করেন। এ সময় সজীব দাবি করেন, ‘প্রক্টর স্যার পর্যন্ত হলে এলে আমাকে ফোন দেয়। ছাত্রলীগ প্রশাসনের বডি।’ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সজীব হোসাইনের বাগবিতণ্ডার ৯ মিনিট ২ সেকেন্ডের রেকর্ডিং বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের হাতে এসেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দিবাগত রাত ১২টার পর বিশ্ববিদ্যালয়টির ২০ ব্যাচের শিক্ষার্থীরা ২১ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে ডাইনিংরুমে কথিত মিটিং করছিলেন। এ সময় হল পরিদর্শনে আসেন হলের সহকারী প্রভোস্ট শেখ মো. মাসুম ও মো. শরিফুল ইসলাম। এ সময় এত রাতে তারা এখানে কী করছে, কেন করছে এসব প্রশ্ন করেন শিক্ষার্থীদের। কিছু সময় পর সেখানে হল ছাত্রলীগ সভাপতি এস এম সজীব হোসাইন উপস্থিত হন। একপর্যায়ে সহকারী প্রভোস্ট শেখ মো. মাসুমের সঙ্গে ছাত্রলীগ সভাপতির উত্তপ্ত বাক্যবিনিময় হয়। প্রাপ্ত রেকর্ডিং অনুযায়ী, হল ছাত্রলীগ সভাপতি ও সহকারী প্রভোস্ট মাসুমের বাকবিত র সময় সজীব হোসাইন বলেন, ‘হলে একটা সমস্যা হইসে, আপনি আসছেন সমাধান করতে আর আমি জানি না বিষয়টা কেমন না... প্রক্টর স্যারও হলে এলে আমাকে ফোন দেয়। আপনি আমাকে ইনফর্ম করে হলে আসতেন। ছাত্রলীগ প্রশাসনের বডি।’ মিটিংয়ের প্রসঙ্গ টেনে সহকারী প্রভোস্টের উদ্দেশে সজীব বলেন, ‘আমার কাছে অভিযোগ আসছে তারা বিএনপির মিটিংয়ে গিয়েছিল, তারা ঝামেলা করতে চেয়েছিল। আমাকে সাথে না নিয়ে আপনি ঢোকেন কেমনে...।’ কিছুসময় পর ঘটনাস্থলে আসেন সহকারী প্রক্টর রাকিবুর রহমান। তাকে বলতে শোনা যায়, ‘এমন তো না যে আমরা ছাত্রলীগের বিরুদ্ধে কোনো কাজ করছি। আমরা সবাই আমাদের দায়িত্ববোধের জায়গা থেকেই কাজ করছি। তোমাদের দাবি, তোমাদেরকে জানিয়ে আসতে হবে। কথার কথা- গাঁজা বানিয়ে খেতে কত সময় লাগে... তোমাদেরকে খবর দিতে, আসতে আর পাকড়াও করতে কোনো কিছুই থাকে না। হল প্রশাসন তো হলে আসবেই, যদি কোনো খারাপ পরিস্থিতি হয় হল প্রেসিডেন্ট-সেক্রেটারিকে তো জানাবেই। এ বিষয়ে জানতে চাইলে সহকারী প্রভোস্ট শেখ মো. মাসুম বলেন, ‘সেদিন ক্যান্টিন ম্যানেজার জাহিদ ফোন দিয়ে বলেন, তিনি আর ক্যান্টিন চালাবেন না। এরপর রাতে আমি ও শরিফুল ইসলাম হলে যাই। হলে ঢুকতেই ডাইনিংয়ে ছাত্রদের জটলা দেখে সেখানে যাই। রাতে যাই হয়েছে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা ব্যবস্থা নেবেন।’ রেকর্ডিংয়ের বিষয়ে জানতে চাইলে হল ছাত্রলীগ সভাপতি সজীব হোসাইন প্রথমে ঘটনার সত্যতা স্বীকার করেন। পরে বলেন, না না এসব ভিত্তিহীন, এর কোনো ভিত্তি নেই।’ শেকৃবি প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক ও সংশ্লিষ্ট হল প্রভোস্ট প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘বিষয়টা আমরা জানি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, ছাত্রলীগের প্রেসিডেন্ট বা জিএস যেই হোক আমরা কার্যকরি পদক্ষেপ নেব।’
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
ছাত্রলীগকে জানিয়ে হলে আসতে হবে প্রশাসনকে!
শেকৃবি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর