বুধবার, ৬ জুলাই, ২০২২ ০০:০০ টা

ট্রাক-অটো সংঘর্ষে নিহত ৫

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে বালুবাহী ট্রাক মোজাহার এন্টারপ্রাইজের চাপায় অটোরিকশার চালক, নারী-শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। তারা হলেন- অটোচালক রাজা মিয়া (৪৫), গীতা রানী (৬০), শাহজাহান মিয়া (৫৫), জান্নাত মাওয়া (৪) ও একজন অজ্ঞাত। এ ঘটনা ঘটেছে গতকাল দুপুরে মহানগরের মাহিগঞ্জ সরেয়ারতল এলাকায়। চিকিৎসকের বরাত দিয়ে পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাসুদ উল আলম। তিনি জানান, ঘটনাস্থলে দুজন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে পীরগাছার চৌধুরাণী থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি রংপুরে আসছিল। অন্যদিক রংপুর থেকে ট্রাকটি পীরগাছা যাচ্ছিল। সরেয়ারতলে এলে তাদের মুখোমুখি সংঘর্ষ ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন- ধরণী (৩০), নবাব (৪৮), ও নবাব আলী (৫৭)। ঘাতক ট্রাকটি জব্দ করলেও ট্রাকের চালক পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

মানিকগঞ্জে নিহত , আহত : ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ ত্বরা এলাকায় সেলফি পরিবহন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও আটজন আহত হয়েছেন। গতকাল এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল ১০টার দিকে ত্বরা ব্রিজের উত্তর পাশে পাটুরিয়াগামী সেলফি পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-৮৩৮৪) সঙ্গে ঢাকাগামী পণ্যবাহী ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৮-৪৮৭৮) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আশিক গাজী (২৮) নিহত হন। তিনি রাজবাড়ীর ব্রাহ্মণদিয়া গ্রামের মোহাম্মদ জয়নাল গাজীর ছেলে। আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর