মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২ ০০:০০ টা

খাগড়াছড়িতে গোলাগুলি, নিহত ১

খাগড়াছড়ি প্রতিনিধি

আধিপত্য বিস্তার নিয়ে খাগড়াছড়ির মাটিরাঙায় দুই পক্ষের গোলাগুলিতে উত্তম ত্রিপুরা (২৫) নামে একজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন চিগনচিজি চাকমা (২৪)। গতকাল তাইন্দং ইউনিয়নের দুর্গম সুকুমার কার্বারী পাড়ায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আঞ্চলিক দুই সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ প্রসীত) এবং ইউপিডিএফ গণতান্ত্রিকের সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। খবর পেয়ে ২৩ বিজিবি জামিনীপাড়া জোনের অধিনায়ক লে. কর্নেল জাহিদুল করিম ঘটনাস্থল থেকে একটি বিদেশি অস্ত্র ও ১৩টি  গুলিসহ লাশ উদ্ধার করেছে। এদিকে মাটিরাঙ্গা পুলিশ জানিয়েছে, নিহত উত্তম কুমার ত্রিপুরা স্থানীয় হেডম্যান পাড়ার সুনীল ত্রিপুরার  ছেলে। ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নিহত উত্তম কুমার সংগঠনের সমর্থক ও আহত চিগনচিজি চাকমা (২৪) কর্মী। মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে আহত কাউকে পাওয়া যায়নি বলে জানান তিনি।

সর্বশেষ খবর