বুধবার, ২০ জুলাই, ২০২২ ০০:০০ টা

করোনার ভুয়া সনদে সাবরিনা আরিফসহ আটজনের জেল

নিজস্ব প্রতিবেদক

করোনার ভুয়া সনদে সাবরিনা আরিফসহ আটজনের জেল

অর্থের বিনিময়ে নমুনা সংগ্রহ করে করোনার ভুয়া সনদ দেওয়ার মামলায় জেকেজি হেলথকেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরিফুল হক চৌধুরী ও তার স্ত্রী ডা. সাবরিনা চৌধুরীসহ আটজনকে ১১ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল দুপুরে অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন জালিয়াতি মামলার রায় ঘোষণা করেন। মামলার অন্য ছয় আসামি হলেন- আরিফুলের বোন জেবুন্নেছা রিমা, সাবেক কর্মচারী হুমায়ুন কবির হিমু ও তার স্ত্রী তানজিনা পাটোয়ারী, জেকেজির সমন্বয়ক আবু সাঈদ চৌধুরী, জেকেজির কর্মচারী বিপুল দাস ও শফিকুল ইসলাম রোমিও। রায়ে বিচারক বলেন, রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন। এ অপরাধে তাদের শাস্তি হওয়া উচিত। ১১ বছরের কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বাংলাদেশ দণ্ডবিধির তিনটি ধারায় আদালত আসামিদের ভিন্ন ভিন্ন সাজা দিয়েছেন। করোনা সনদ জালিয়াতির মামলায় এটিই প্রথম রায়। সকাল সাড়ে ৮টার দিকে আসামিদের কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়। ২০২০ সালের ২০ আগস্ট আদালত এ মামলায় আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এর আগে ৫ আগস্ট পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক মো. লিয়াকত আলী চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন।

অভিযোগপত্রে বলা হয়- করোনা সনদ জালিয়াতিতে প্রধান ভূমিকা পালন করেন সাবরিনা ও আরিফুল। মামলা থেকে মামুনুর রশীদ নামে এক আসামিকে অব্যাহতি দেওয়া হয়। ওই বছরের ২৩ জুন কামাল হোসেন নামে একজন তেজগাঁও থানায় মামলা করেন। করোনা পরীক্ষায় ভুয়া সনদ দেওয়ার অভিযোগে করা মামলায় হুমায়ুন কবির হিমু, তার স্ত্রী তানজিনা পাটোয়ারীসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়। ওই দিনই হুমায়ুন, তানজিনা, আরিফুল চৌধুরী ও আরও তিনজনকে গ্রেফতার করে পুলিশ। হুমায়ুন ও তানজিনা তাদের অপরাধ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ পরে বিভিন্ন সময় আরও চারজনকে গ্রেফতার করে। সাবরিনা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক ছিলেন। পুলিশ গ্রেফতার করলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করেন। আদালতসূত্র জানিয়েছেন, এ মামলায় ৪০ জনের মধ্যে ২৬ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন।

সর্বশেষ খবর