শিরোনাম
শুক্রবার, ২২ জুলাই, ২০২২ ০০:০০ টা

বার্তা সরকারকে পৌঁছে দেব

নিজস্ব প্রতিবেদক

বার্তা সরকারকে পৌঁছে দেব

নির্বাচনকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার, সর্বদলীয় সরকারের রূপরেখা নিয়ে ক্ষমতাসীন সরকারের কাছে সরব হতে রাজনৈতিক দলগুলোকে পরামর্শ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সিইসি বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে এখন রাজনৈতিক মাঠে বড় বিতর্ক চলছে। সংলাপে দেওয়া এ সংক্রান্ত দলগুলোর বার্তা সরকারের কাছেও পৌঁছে দেবে ইসি। অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন অনিবার্যভাবে জাতির স্বার্থে প্রয়োজন বলেও মন্তব্য করেন সিইসি। বলেন, নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। যে দায়িত্ব নিয়েছি আইন ও সংবিধানের অধীনে সেই দায়িত্ব অনুযায়ী নির্বাচন অনুষ্ঠান করতে হবে। গতকাল দুই দলের সংলাপে এসব কথা বলেন তিনি। রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের পঞ্চম দিনে গতকাল দুপুর ১২টায় বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে বসে ইসি। চেয়ারম্যান এম এ মুকিতের নেতৃত্বে দলটি ১৩ দফা সুপারিশ রাখে কমিশনের কাছে। সংলাপের সমাপনী বক্তব্যে সিইসি বলেন, আপনাদের নির্বাচনকালীন সর্বদলীয় সরকার, নির্বাচনকালীন সরকার, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার- বিভিন্ন ধরনের প্রস্তাবনা আছে। বিভিন্ন দল থেকেও এসেছে। এগুলো নিয়ে আমাদের তরফ থেকে কিছু করার থাকলে... হয় এগুলো পলিটিক্যাল বিষয়। আপনাদের দাবিগুলো সরকারের কাছে জানাবেন এবং আপনাদের দাবির চাপ বা প্রেসার কতটুকু- এগুলো সরকারকেও বুঝতে দেবেন। এগুলো পলিটিক্যাল ইস্যু, সাংবিধানিক সংশোধনের প্রয়োজন হতে পারে। তিনি জানান, সচেতনতার প্রয়োজন রয়েছে আপনাদের। আপনাদের সবলও হতে হবে, সরব হতে হবে। জাতীয় নির্বাচন কিন্তু হেলাফেলার জিনিস নয়। জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে একটি দল নির্বাচিত হবে এবং তারা সরকার গঠন করবে। সত্যি, জনপ্রতিনিধিত্বমূলক ও জনগণের সমর্থন নিয়ে সে সরকার গঠিত হওয়া উচিত।  জাতীয় সংসদ নির্বাচনে সামর্থ্য অনুযায়ী ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর চেষ্টা করার আশ্বাস দেন সিইসি। বলেন, রাজনৈতিক দল যদি না আসে আমরা তাদের বাধ্য করতে পারব না এটা আমরা বারবার বলেছি। বাধ্য করতে না পারলেও আমরা বারবার তাদের অনুরোধ করে যাব। নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে হলে আমরা আপনাদের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

বড় বিতর্ক মাঠে, মেসেজ সরকারের কাছে পৌঁছে দেবেন সিইসি : নির্বাচনকালীন সরকার নিয়ে এখন রাজনৈতিক মাঠে বড় বিতর্ক চলছে মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সংলাপে দেওয়া এ সংক্রান্ত বার্তা সরকারের কাছেও পৌঁছে দেবে ইসি। তিনি চান রাজনৈতিক স্থিতিশীলতা, নির্বাচনকালীন সরকারের সার্বিক সহায়তা। কোনো অপশক্তির চাপে মাথা নত না করার প্রত্যয় ব্যক্ত করে সিইসি জানান, সমন্বিত প্রয়াসে সংসদ নির্বাচনের মতো কঠিন কর্মযজ্ঞ সাধন অসাধ্য নয়। গতকাল বিকালে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের পঞ্চম দিনে গণফ্রন্টের সঙ্গে বৈঠকে সমাপনী বক্তব্যে কথা বলেন সিইসি। দলটির চেয়ারম্যান মো. জাকির হোসেন ২০ দফা সুপারিশ পেশ করে বলেন, সংলাপের কোনো বিকল্প নেই। সংলাপের মাধ্যমেই সমস্যার সমাধান আসতে পারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর