ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেছেন, স্বাধীনতার ৫০ বছরে দেশের অনেক ইতিবাচক পরিবর্তন হয়েছে। প্রবৃদ্ধি ও খাদ্য উৎপাদন বৃদ্ধি, মানব উন্নয়ন সূচকে সন্তোষজনক অগ্রগতি, বৈদেশিক মুদ্রা অর্জনে ঊর্ধ্বগতি, মাথাপিছু আয় বৃদ্ধিসহ অনেক ক্ষেত্রেই বাংলাদেশ আজ অনুকরণীয়। তবে আমাদের শিক্ষার হার অনেক বাড়লেও মান নিয়ে যে প্রশ্ন আছে, তা অস্বীকার করার উপায় নেই। গতকাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘৫০ বছরে বাংলাদেশের অর্জন-প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সামাজিক বিজ্ঞান অনুষদ এ সম্মেলনের আয়োজন করে। তিনি আরও বলেন, ‘দক্ষিণ এশিয়ায় অন্যান্য দেশের তুলনায় আমাদের আয়, সম্পদ, সুযোগ, বৈষম্য তুলনামূলকভাবে শোভনীয় আছে- তবে এতে আত্মপ্রসাদের কোনো অবকাশ নেই। বিশ্বের মধ্যে বাংলাদেশ একটি জনবহুল দেশ। আগামী দিনগুলোতে জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করাই আমাদের বড় চ্যালেঞ্জ। এ জনশক্তিকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে।’ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম। অর্থনীতি বিভাগের অধ্যাপক মুনতাহা রাকিবের সঞ্চালনায় সম্মেলন আয়োজন কমিটির আহ্বায়ক অধ্যাপক দিলারা রহমান স্বাগত বক্তব্য ও সদস্য সচিব জায়েদা শারমিন শুভেচ্ছা বক্তব্য দেন। আয়োজকরা জানিয়েছেন, সম্মেলনে ১৪টি সশরীর ও দুটি ভার্চুয়াল সেশনে বাংলাদেশসহ ৮টি দেশের শতাধিক গবেষণাপত্র উপস্থাপন করা হবে। সম্মেলনে দেশ-বিদেশের কয়েক শ শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক অংশ নিয়েছেন। তারা গত ৫০ বছরে বাংলাদেশের অর্থনীতি, আর্থ-সামাজিক উন্নয়ন, সরকারি ও বেসরকারি খাতে সংস্কার, প্রযুক্তি ও উন্নয়ন, সংস্কৃতি বিনিময়, চ্যালেঞ্জ, ভাষা ও সাহিত্য, দক্ষিণ এশিয়া ও বাংলাদেশের ভূরাজনীতি, কভিড-১৯, দারিদ্র্য, লিঙ্গবৈষম্য, টেকসই উন্নয়ন, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন। আজ বিকালে সম্মেলনের সমাপনী পর্ব অনুষ্ঠান হবে। ওই পর্বে প্রধান অতিথি হিসেবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের উপস্থিত থাকার কথা রয়েছে।