আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেছেন, মিয়ানমার সীমান্তের ঘটনাবলি নিয়ে বাংলাদেশের দ্রুত জাতিসংঘে যাওয়া দরকার। প্রয়োজনে নিরাপত্তা পরিষদে প্রস্তাব নিয়ে আসা প্রয়োজন। অবশ্য শুধু জাতিসংঘ নয়, সব ধরনের আন্তর্জাতিক, আন্তর্জাতিক ও দ্বিপক্ষীয় ফোরামে এ ইস্যু নিয়ে আসা প্রয়োজন। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। ড. ইমতিয়াজ আহমেদ বলেন, মিয়ানমার সীমান্তে গোলাগুলির ঘটনা যেভাবে বাড়ছে তা বেশ উৎকণ্ঠার। এমন না যে বছরে বা ছয় মাসে এক দুইটা। বরং এটা দিন দিন বাড়ছে। এতে বোঝা যাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী উসকানি দিচ্ছে। যেন বাংলাদেশও এখানে প্রতিক্রিয়া দেখায়। বাংলাদেশ প্রতিক্রিয়া দেখালে তাদেরই লাভ। কারণ সীমান্তে সংঘর্ষ হলে মিয়ানমার সেনাবাহিনী খুশিই হবে। রোহিঙ্গা প্রত্যাবাসনকে তারা আরও পিছিয়ে দিতে পারবে। সে জন্য মাথা ঠান্ডা রাখতেই হবে। তবে ঘটনাবলিকে বিভিন্ন প্ল্যাটফরমে নিয়ে আসা প্রয়োজন। ড. ইমতিয়াজ আহমেদ বলেন, মিয়ানমার যা করছে সেগুলোকে বড় আকারে আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে আনা দরকার। কারণ অভ্যন্তরীণ বিদ্রোহ দমনের নামে তাদের গোলাবারুদ আরেক দেশের মধ্যে গিয়ে পড়বে, এটা কোনো আইনের মধ্যে পড়ে না। যদি তারা মনে করে তাদের বিদ্রোহ তারা দমন করতে পারছে না, তাহলে জাতিসংঘ নিরাপত্তা সংস্থা সেখানে আন্তর্জাতিক শান্তিরক্ষী নিযুক্ত করতে পারে। তাই সেখানে আন্তর্জাতিক শান্তিরক্ষীরা দেখতে পারে যাতে দুই দেশের মধ্যে সংঘর্ষ না বাধে। তিনি বলেন, মিয়ানমার বলছে এটা বাংলাদেশের বিরুদ্ধে নয়, নিজেদের বিদ্রোহ দমন। এটা মেনে নিলেও ঘটনা যেভাবে দিন দিন বাড়ছে, তাতে আমাদের একটা কিছু করা দরকার। তিনি বলেন, বোঝাই যাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী নিজেরা বিদ্রোহ নিয়ন্ত্রণে আনতে পারছে না। মিয়ানমার সেনাবাহিনী দুর্বল এবং সেই দুর্বলতার সুযোগ নিচ্ছে বিদ্রোহী গ্রুপগুলো। সুযোগ নিচ্ছে আন্তর্জাতিক ব্যবসায়ী গ্রুপগুলোও। এতে তারা বড় বড় ব্যবসায়িক ডিল পাচ্ছে। ড. ইমতিয়াজ আহমেদ বলেন, জাতিসংঘের পাশাপাশি আসিয়ানসহ সব আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে সীমান্তের বিষয়টি নিয়ে যাওয়া দরকার। প্রয়োজনে বিশ্বে যত জায়গায় বাংলাদেশের মিশন আছে, সেখানেই দ্বিপক্ষীয় ফোরামে এই ইস্যু তোলা দরকার।
শিরোনাম
- নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে রাবি শিক্ষার্থীকে থানায় সোপর্দ
- বাংলাদেশের কোচ হয়ে যা বললেন টেইট
- ফারিণের এক হাতে ফুল, অন্য হাতে কুড়াল
- কাতারের বিমান উপহার পাওয়া নিয়ে মুখ খুললেন ট্রাম্প
- ফাইনাল নিশ্চিত করল শেফিল্ড; ফিরতি লেগেও দুর্দান্ত হামজা
- শনিবার থেকে আবারও শুরু হচ্ছে আইপিএল
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৩ মে)
- রেস্টুরেন্ট নয়, এ যেন মরণফাঁদ!
- বিদ্যুৎ বিভ্রাটে অচল লন্ডনের পাতাল রেল ব্যবস্থা
- সর্বশেষ জীবিত মার্কিন-ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস
- ইউপিডিএফকে নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে মহাসমাবেশ
- ময়মনসিংহে ঝড়ে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে তারেক রহমান
- স্বর্ণের দাম আরও কমেছে
- আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসি সচিব
- মিয়ানমার জান্তার বিমান হামলায় ১৭ শিক্ষার্থী নিহত: রিপোর্ট
- ফেনীতে বৈষম্যবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে
- বাগেরহাটে খালের পাড়ে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ
- গাজা যুদ্ধ নিয়ে নেতানিয়াহুকে এক হাত নিলেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
- ফেনীতে বৈষম্যবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে
- ভুটানের লিগে ম্যাচসেরা বাংলাদেশের কৃষ্ণা, দল জিতেছে ৮-০ গোলে