সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

যুদ্ধের মতো পরিস্থিতিতে জড়ানো ঠিক হবে না

-ড. হারুন অর রশীদ

যুদ্ধের মতো পরিস্থিতিতে জড়ানো ঠিক হবে না

মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে লাগাতার গোলা পড়ার ঘটনা চরম উদ্বেগজনক। মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে বার বার সতর্ক করার পরেও একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। এটা অবশ্যই উদ্বেগজনক বিষয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. হারুন অর রশীদ বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপে এ উদ্বেগ প্রকাশ করে আরও বলেন, তবে সব কিছুর পরেও আলোচনা করেই সমস্যার সমাধান করতে হবে।

মিয়ানমারের বাড়াবাড়ি কীভাবে দেখেন ও এই পরিস্থিতিতে বাংলাদেশের করণীয় কী- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মিয়ানমারের ওপর আমাদের প্রতিবেশী দেশ ভারতের একটি বড় ধরনের প্রভাব রয়েছে। পাশাপাশি চীনের একটি বড় প্রভাব আছে। চীন এবং ভারত, দুই দেশই আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র। মিয়ানমার ইস্যুতে চীন এবং ভারতের সাহায্য নেওয়া যেতে পারে। প্রয়োজনে জাতিসংঘেও যাওয়া যেতে পারে। অধ্যাপক হারুন অর রশীদ বলেন, যুদ্ধ হলে বাংলাদেশ ও মিয়ানমার যেমন ক্ষতিগ্রস্ত হবে, সেইসঙ্গে এ অঞ্চলের সবগুলো দেশই কম-বেশি ক্ষতির মুখে পড়বে। এই পরিস্থিতিতে কোনোভাবেই মিয়ানমার এবং বাংলাদেশের যুদ্ধ বা কোনো উত্তেজনাকর পরিস্থিতিতে জড়িয়ে পড়া ঠিক হবে না। কারণ যে কোনো যুদ্ধই মানুষের জন্য বিপর্যয় ডেকে নিয়ে আসে। তিনি বলেন, যুদ্ধে যেমন বহু মানুষের প্রাণ যায়, তেমনি অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয় দেশ। যুদ্ধ হলে আমরা ও মিয়ানমার সবাই ক্ষতিগ্রস্ত হব। তাই শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করতে হবে। মিয়ানমার ও বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাটা দুই দেশের জন্যই জরুরি বলে মনে করেন এই রাষ্ট্রবিজ্ঞানী।

সর্বশেষ খবর