শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

সীমান্তে গোলাগুলি নতুন মাত্রায়, এপারে আতঙ্কে বাসিন্দারা

বান্দরবান ও কক্সবাজার প্রতিনিধি

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ওপারে থেমে থেমে গোলাগুলি চলছেই। গতকাল সকাল ৮টায় এবং সকাল সাড়ে ৯টায় দুই দফায় বিকট শব্দে মর্টার শেল বিস্ফোরিত হয়েছে। এ জন্য এপারের জনপদে আতঙ্ক বেড়েছে।

কোনারপাড়ায় বসবাসকারী রোহিঙ্গা শরণার্থীদের কয়েকজন জানান, মর্টার শেল বিস্ফোরণের ঘটনাটি আন্তর্জাতিক সীমানা পিলার নম্বর ৩৪ ও ৩৫ এর ওপারে ঘটতে পারে। সারা দিনে মাঝে মাঝেই গুলি বিনিময়ের শব্দ শুনতে পেয়েছেন এপারের মানুষ। নাম প্রকাশে অনিচ্ছুক এক রোহিঙ্গা নারী জানান, ওপারে গোলাগুলির আওয়াজে তাদের ভীতসন্ত্রস্ত জীবনযাপন করতে হচ্ছে। তাই কিছুটা নিরাপত্তার জন্য তারা চলে যাচ্ছেন। বান্দরবানের তুমব্রু বাজারের ব্যবসায়ী সৈয়দ হোসেন জানিয়েছেন, গতকাল প্রায় ৫০টি অধিক মর্টার শেল বিস্ফোরণ হয়। এতে সীমান্তের কাছাকাছি মার্টির ঘরগুলো কেঁপে ওঠে। কয়দিনের তুলনায় গতকাল সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিজিবি টহল বাড়ানো হয়েছে। পয়েন্টগুলোতে চৌকি সামনে যাত্রীবাহী গাড়ি তল্লাশি চালানো হচ্ছে। কাউকে সন্দেহ হলে গাড়ি থেকে নামিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে। ঘুমধুম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলম বলেন, জিরো পয়েন্টের কাছাকাছি থাকা লোকজনকে এখনো সরিয়ে নেওয়া হয়নি। তবে অন্যান্য দিনের তুলনায় গতকাল গোলাগুলি বেশি হয়েছে। এ কারণে মানুষ ঘর থেকে বের হননি। এ অবস্থায় এদিন স্কুলগুলো বন্ধ রাখা হয়। জলপাইতলী গ্রামের মোহাম্মদ হাসান (৬৫) বলেন, ‘সকালে বেশি বিকট শব্দ শুনেছি। ওপারে কী অবস্থা বোঝা যাচ্ছে না। তবে বেশি ভয় হচ্ছে।’ মধ্যম পাড়ার বাসিন্দা মোহাম্মদ শাহজাহান (৫২) বলেন, গোলাগুলির কারণে নিজের চাষের জমিতে যেতে পারছি না। সীমান্তের কাছাকাছি খেত-খামারের কোনোটাতেই যেতে পারছেন না কৃষকরা। তিনি আরও জানান, সীমান্তের কাছাকাছি বসবাসকারী লোকজনের মাঝে আতংক দেখা দিয়েছে। মানুষগুলো ভয়ে রাতে ঘুমাতে পারেন না। কিছু কিছু মানুষ আত্মীয়স্বজনের বাড়িতে চলে গেছেন। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, ঘুমধুম ইউনিয়নের তুমব্রু, বাইশফাঁড়ি, হেডম্যান পাড়া, কোনার পাড়া, জলপাইতলী  রেজু, আমতলী, ফাত্রাঝিরি, চাকমাপাড়াসহ সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থানীয়দের চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সর্বশেষ খবর