আপাতত দেশে বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে না। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃপক্ষ গতকাল অনলাইনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিদ্যুতের দাম না বাড়ানোর এই সিদ্ধান্তের কথা জানান। সংবাদ সম্মেলনে বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই বিদ্যুতের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিইআরসি। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে। ঘন ঘন লোডশেডিংয়ের ভোগান্তি আর বিদ্যুতের দাম বৃদ্ধির আশঙ্কার মধ্যে গতকাল এই খবরে বিদ্যুতের গ্রাহকরা কিছুটা হলেও স্বস্তি প্রকাশ করেন। ভার্চুয়াল এই সংবাদ সম্মেলনে বিইআরসি’র চেয়ারম্যান আবদুল জলিল, সদস্য মকবুল ই ইলাহি, সদস্য বজলুর রহমান, সদস্য আবু ফারুক, সদস্য মো. কামরুজ্জামান এবং সচিব খলিলুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন। বিইআরসি’র চেয়ারম্যান বলেন, বিদ্যুতের বাল্ক মূল্য হার পুনঃনির্ধারণ করা হচ্ছে না। এক্ষেত্রে আগের মূল্যহার অপরিবর্তিত থাকবে। সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে বিদ্যুতের পাইকারি দর ইউনিট প্রতি ৫ টাকা ১৭ পয়সা নির্ধারণ করে দিয়েছিল বিইআরসি। চলতি বছরের ১২ জানুয়ারি নিজেদের ৩০ হাজার কোটি টাকার বিশাল ঘাটতির তথ্য তুলে ধরে বিদ্যুতের পাইকারি দাম ৬৬ শতাংশ বাড়িয়ে ৮ টাকা ৫৮ পয়সা করার প্রস্তাব নিয়ে আসে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। তবে সেই আবেদনে বেশ কিছু অসঙ্গতি ও তথ্যের ঘাটতি তুলে ধরে তা ফেরত পাঠায় নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। দ্বিতীয় দফায় আবারও আবেদন করে পিডিবি। সেই আবেদনের উপর গত ১৮ মে গণশুনানি হয়। বিইআরসি গঠিত কারিগরি কমিটি সেখানে ৫৮ শতাংশ দাম বাড়ানোর পরামর্শ দেয়। কিন্তু আরও কিছু তথ্য ও লিখিত মতামতের জন্য ৩১ মে পর্যন্ত পিডিবিকে সময় দেয় বিইআরসি। শুনানির পর ৯০ দিনের মধ্যে আদেশ দেওয়ার বাধ্যবাধকতা ছিল। সেই হিসেবে গতকাল ৯০ দিনের শেষ কর্মদিবস ছিল। আবদুল জলিল বলেন, আমরা পাইকারি বিদ্যুতের মূল্যহার অপরিবর্তিত থাকবে বলে আদেশ দিয়েছি। এক্ষেত্রে পিডিবি’র ডেটা অস্পষ্টতা হচ্ছে সবচেয়ে বড় কারণ। বিদ্যুতের দাম বাড়ালে এর কি প্রভাব পড়বে তার একটা বিশ্লেষণ থাকা প্রয়োজন। কিন্তু সেটাও ঠিকভাবে দেওয়া হয়নি। বিইআরসি’র কোনো সিদ্ধান্ত নিতে হলে ‘ডেটা, অ্যানালাইসিস ও ডিসিশন’ এই তিন ধাপে এগোতে হয়। ডেটা থেকে অ্যানালাইসিস করে থাকি। আমরা বলেছি সেখানে ডেটার অস্পষ্টতা আছে, কত ধরনের অস্পষ্টতা আছে সেটা বলিনি। সব মিলিয়ে আমাদের সিদ্ধান্তটি গ্রহণ করতে গিয়ে যথাযথ বিশ্লেষণ করা যায়নি। আর অস্পষ্টতা নিয়ে কোনো সিদ্ধান্ত নিলে তার পরিণতি ভয়াবহ হবে। আমরা ‘প্যারালাইসিস অব অ্যানালাইসিস ট্রমায়’ ভুগছি।
শিরোনাম
- পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ
- জুভেন্টাসের বিপক্ষে ৭৩ বছরের প্রতীক্ষিত জয় কোমোর
- বান্দরবানে বিজিবির অভিযানে শীর্ষ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- ধারাবাহিক আগুনের ঘটনা তদন্তে ৭ সদস্যের কোর কমিটি
- ভোটের মাধ্যমে যে আইন হয়, তার দায় ভোটারদেরও নিতে হবে: ফয়জুল করীম
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সংঘর্ষ, আগ্নেয়াস্ত্র প্রদর্শন
- কুমারখালীতে পদ্মায় নিখোঁজ শিশু আরিয়ান, উদ্ধারে ডুবুরি দল
- খাবারের সন্ধানে এসে প্রাণ হারাচ্ছে অতিথি পাখি
- স্টার্কের ১৭৬.৫ কিমি গতির ডেলিভারি: বিশ্বরেকর্ড না কি প্রযুক্তিগত ত্রুটি?
- পিচ নিয়ে মুশফিকের রহস্যময় পোস্ট
- সাড়ে ২৬ ঘণ্টা পর পুরোপুরি নিভল কার্গো ভিলেজের আগুন
- জমি নিয়ে বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
- বিশ্বখ্যাত ল্যুভর জাদুঘরে চুরি
- জাপানের সম্মানজনক এনইএফ বৃত্তি পেল গাকৃবির ২০ শিক্ষার্থী
- নাতীর বিরুদ্ধে নানীকে খুনের অভিযোগ
- বরুড়ায় মুন্সী জিন্নাত আলী ওয়েলফেয়ার ট্রাস্টের অভিষেক অনুষ্ঠিত
- আন্দোলনরত শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষা উপদেষ্টার
- নারীদের বিশেষায়িত ব্যাংক আরব আমিরাতের কাছে বিক্রি করল পাকিস্তান
- সাতকানিয়ায় নিখোঁজ বৃদ্ধের গলিত লাশ উদ্ধার
- সাবেক এমপি কবিরুল হকের জামিন নামঞ্জুর
পাইকারিতে বাড়ছে না বিদ্যুতের দাম
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর