মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

গাইবান্ধায় সাত দিনেও তদন্ত শেষ হয়নি

আরও তিন দিন চায় কমিটি

নিজস্ব প্রতিবেদক

বন্ধ ঘোষিত গাইবান্ধা-৫ আসন উপনির্বাচনের অনিয়মের তদন্ত সাত দিনেও শেষ করতে পারেনি তদন্ত কমিটি। নির্বাচন কমিশনের কাছে তারা আরও তিন দিন সময় চেয়েছে। ইসি বলছে, এটা অনেক বড় তদন্ত, তাই সময় স্বল্পতার কারণে কমিটি আরও তিন দিন সময় চেয়েছে।

এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান ও নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছেন, তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য তিন দিন সময় বাড়ানোর জন্য কমিশনে আবেদন করেছি। এদিকে ব্যাপক অনিয়মের কারণে মাঝপথে ভোট গ্রহণ হয় গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের। ভোটের অনিয়ম তদন্তে গত বৃহস্পতিবার তিন সদস্যের কমিটি গঠন করে নির্বাচন কমিশন (ইসি)। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে কমিশনে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। গতকাল সেই সময় শেষ হয়েছে। তবে সময় স্বল্পতার কারণে তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিতে পারেনি। তাই প্রতিবেদন জমার জন্য তারা আরও তিন দিন সময়ে চেয়েছে। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথকে প্রধান করে গঠিত এই কমিটির অপর দুই সদস্য হলেন ইসির যুগ্ম সচিব কামাল উদ্দিন বিশ্বাস ও শাহেদুন্নবী চৌধুরী। ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনে সব কেন্দ্র সিসিক্যামেরা স্থাপন করে নির্বাচন কমিশন। ওই দিন প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য নির্বাচন কমিশনাররা ঢাকার নির্বাচন ভবনে বসে সিসিক্যামেরায় সেই নির্বাচন মনিটরিং করেন। তাদের কাছে ভোটে অনিয়ম ধরা পড়লে ভোট গ্রহণের চার ঘণ্টার মাথায় ১৪৫টি ভোট কেন্দ্রের মধ্যে ৫১টি ভোট কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়। পরে দুপুর আড়াইটার দিকে এ ভোট বন্ধ ঘোষণা করে কমিশন।

সর্বশেষ খবর