শনিবার, ২৯ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

উন্নয়ন বাধাগ্রস্তকারীদের প্রতিহত করতে হবে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

উন্নয়ন বাধাগ্রস্তকারীদের প্রতিহত করতে হবে

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না। সেই বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তাদের দোসরদের সঙ্গে আমাদের কোনো আপস নেই। আজ যারা দেশের উন্নয়ন ও অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চায় তাদের শক্ত হাতে প্রতিহত করতে হবে। বাংলাদেশ কারও দয়ায় আসেনি। গতকাল দুপুরে কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে আইনমন্ত্রীর পিতা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর অ্যাডভোকেট সিরাজুল হকের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির ভার্চুয়ালি বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বঙ্গবন্ধু হত্যার বিচার কাজে তার বাবা প্রধান কৌশলী হিসেবে কাজ করার ও খুনি মোস্তাকের নানা কর্মকা  নিয়ে স্মৃতিচারণ করে আরও বলেন, আর কখনো বাংলাদেশকে রক্তাক্ত করার সুযোগ দেওয়া হবে না। কসবা পৌরমেয়র এমজি হাক্কানির সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী মো. আজহারুল ইসলামসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সব অঙ্গসংগঠনের নেতারা। এদিকে, অ্যাডভোকেট সিরাজুল হকের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সকালে আখাউড়া রেলস্টেশন চত্বরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

এতে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল প্রমুখ নেতারা। এর আগে আখাউড়ার নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য সাংবাদিক মো. সাইফুল ইসলামের উদ্যোগে অ্যাডভোকেট সিরাজুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দক্ষিণ ইউনিয়নে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

সর্বশেষ খবর