সোমবার, ৩১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

সার্কিট ব্রেকারের ভুলের পর সূচকের বড় পতন শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

সার্কিট ব্রেকার সংক্রান্ত ভুলের জন্য  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দেড় ঘণ্টা বন্ধ ছিল লেনদেন। গতকাল নির্ধারিত সাড়ে ৯টার পরিবর্তে ১১টায় লেনদেন শুরু হয়। দেড় ঘণ্টা দেরিতে লেনদেন শুরু হওয়ার পর পরই  শেয়ারবাজারে দরপতন দেখা দেয়। মাত্র ১৬ মিনিটের মাথায় ডিএসইর প্রধান সূচক ৩২ পয়েন্ট কমে যায়।  লেনদেনের সময় বাড়ানোর সঙ্গে বাড়তে থাকে সূচকের পতনের মাত্রা। সেই সঙ্গে বড় হয় দাম কমা শেয়ারের তালিকা। দিনের লেনদেন শেষে ডিএসইতে ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৯১টির। আর ২৩১টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৩ পয়েন্ট কমে ৬ হাজার ৩৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সবকটি মূল্যসূচক কমার পাশাপাশি বাজারটিতে লেনদেনও কমেছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৮২৬ কোটি ৫৯ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১ হাজার ৯৪ কোটি ৯৮ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ১৬৮ কোটি ৩৯ লাখ টাকা। বাজারটিতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে নাভানা ফার্মার শেয়ার। কোম্পানিটির ৬৫ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। নতুন তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ার দর ৩৯ টাকা ৯০ পয়সা বেড়ে ৯১ টাকায় শেষ হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা  বেক্সিমকো লিমিটেড ৫৩ কোটি ৯৪ লাখ টাকার লেনদেন হয়েছে। ৪৪ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৮৬ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৪০ কোটি ৬৭ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২২৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৬টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৬২টির এবং ১২১টির দাম অপরিবর্তিত রয়েছে।

সর্বশেষ খবর