বুধবার, ২ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

১০ ডিসেম্বর সরকারকে লালকার্ড

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

১০ ডিসেম্বর সরকারকে লালকার্ড

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী ৩ ডিসেম্বরের সমাবেশ থেকে রাজশাহীর জনগণ সরকারকে হলুদ কার্ড দেখাবে। আর ঢাকার জনগণ আগামী ১০ ডিসেম্বর সরকারকে লালকার্ড দেখাবে। ৩ ডিসেম্বর রাজশাহীর সমাবেশ সফল করতে হবে। এটা হবে বাংলাদেশের বৃহত্তম সমাবেশ। এখানে জনসমুদ্র করতে হবে। লক্ষ্য একটাই বেগম খালেদা জিয়াকে মুক্ত করা। এ সরকারের পতন ঘটাতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে বাংলাদেশে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। গতকাল দুপুরে রাজশাহী বিভাগীয় গণসমাবেশের সমন্বয় সভায় তিনি এ কথা বলেন। রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান। রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, রাজশাহীর সমাবেশ আগামী ৩ ডিসেম্বর রাজশাহী মাদরাসা মাঠে হবে। ইতোমধ্যে আবেদন করা হয়েছে। ঢাকার মহাসমাবেশের আগে এটা শেষ সমাবেশ। এ জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে। প্রধান অতিথি ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘সরকার দেশকে এমন একটা পর্যায়ে নিয়েছে, প্রধানমন্ত্রী নিজেই বলে বেড়াচ্ছেন দুর্ভিক্ষের পদধ্বনি শুনতে পাচ্ছি। আমার প্রশ্ন, প্রধানমন্ত্রী বড় বড় করে বলেছেন, বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, সেই খাবার গেল কোথায়? সভায় অন্যদের মধ্যে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, ওবায়দুল হক চন্দন, সাবেক এমপি নাদিম মোস্তফা ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর