লিটন দাস যতক্ষণ ব্যাটিং করেছেন, ততক্ষণ মনে হয়েছে ম্যাচ জিতবে বাংলাদেশ। ভারতের দুরন্ত বোলিংয়ের বিপক্ষে বিধ্বংসী মেজাজে ব্যাটিং করেছেন টাইগার ওপেনার লিটন। পা পিছলে রান আউট হওয়ার আগে ড্যাসিং ওপেনার খেলেছেন ৬০ রানের নয়ন জুড়ানো ইনিংস। ২৭ বলে ২২২.২২ স্ট্রাইক রেটে লিটন ছক্কা মেরেছেন ৩টি এবং চার ৭টি। চলতি টি-২০ বিশ্বকাপে এটাই তার প্রথম হাফসেঞ্চুরির ইনিংস। লিটন দুরন্ত ব্যাটিং করলেও ৫ রানে হেরে যায় বাংলাদেশ।