শিরোনাম
মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

বিনা ব্যয়ে সরকারিভাবে কর্মী যাচ্ছে মালয়েশিয়া

আজ যাচ্ছেন ৩০ জন, ধাপে ধাপে যাবেন ১ হাজার কর্মী

কূটনৈতিক প্রতিবেদক

বিনা অভিবাসন ব্যয়ে সরকারিভাবে মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে বাংলাদেশি কর্মী। আজ সকালে ৩০ জন নিয়ে এই প্রক্রিয়ায় প্রথম ফ্লাইট যাবে। সরকারি  প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে ধীরে ধীরে ছয়টি কোম্পানিতে প্রায় ১ হাজার কর্মী যাবেন মালয়েশিয়ায়। পরবর্তীতে আরও চাহিদাপত্র পাওয়া সাপেক্ষে বিনা অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর ব্যাপারে আশাবাদী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ‘স্পেশাল ওয়ান-অব রিক্রুটমেন্ট প্রজেক্ট’-এর আওতায় বাংলাদেশ থেকে বোয়েসেলের মাধ্যমে মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে প্রায় ১০ হাজার কর্মী পাঠানোর বিষয়টি  পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়। ইতোমধ্যে ছয়টি কোম্পানি থেকে প্রায় ১ হাজার কর্মীর চাহিদা পাওয়া গেছে। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ডাটাবেজ থেকে দৈবচয়নের ভিত্তিতে এবং বিভিন্ন জেলায় জবফেয়ারের মাধ্যেমে কর্মীর তালিকা সংগ্রহ করার মাধ্যমে ৭০০ কর্মীকে প্রস্তুত করা হয়েছে। ‘স্পেশাল ওয়ান-অব রিক্রুটমেন্ট প্রজেক্ট’-এর আওতায় বোয়েসেলের মাধ্যমে কর্মী পাঠানোর খরচ ৪৫ হাজার ৯২০ টাকা। মালয়েশিয়ার অন্যতম বৃহৎ প্লান্টেশন কোম্পানি ইউনাইটেড প্লান্টেশন (ইউপি) থেকে ইতোমধ্যে ৫৫০ জন কর্মীর চাহিদা পাওয়া গেছে। মালয়েশিয়ায় যাওয়া সংক্রান্ত সব ব্যয় ইউপি কোম্পানিটি বহন করছে। অর্থাৎ সম্পূর্ণ বিনা খরচে বোয়েসেলের মাধ্যমে নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ায় যাচ্ছেন। আজ  মঙ্গলবার ৩০ জন কর্মী নিয়ে ইউএস বাংলার একটি ফ্লাইট যাত্রা শুরু করবে। কর্মীদের মালয়েশিয়া যাওয়া উপলক্ষে বিমানবন্দরে উপস্থিত থাকবেন মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহিন এবং বোয়েসেলের এমডি ড. মল্লিক আনোয়ার হোসেন।  

গত সেপ্টেম্বরে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছিল, এককালীন ব্যবস্থা হিসেবে জিটুজি চুক্তির অধীনে এ কর্মী মালয়েশিয়ায় আসবে। এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে ইতোমধ্যে নিযুক্ত বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির কোনো সম্পর্ক নেই। মূলত উচ্চ অভিবাসন খরচ এড়াতে মালয়েশিয়ান নিয়োগকর্তাদের উৎসাহে এমন ব্যবস্থায় সরকার সম্মতি দিয়েছে। গত ডিসেম্বরে কর্মী নিয়োগে মালয়েশিয়া ও বাংলাদেশ একটি সমঝোতা স্মারক সই করে। ওই চুক্তির আওতায় আগস্ট মাসে বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়া যাওয়া শুরু হয়।

সর্বশেষ খবর