মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

সরকারই গণতন্ত্রের জন্য হুমকি : রব

নিজস্ব প্রতিবেদক

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, সরকারই গণতন্ত্রের জন্য হুমকি। বর্তমান সরকার গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হয়ে কর্তৃত্ববাদী শাসনের মাধ্যমে ‘বলপ্রয়োগ’ ও ‘ভয় উৎপাদনের’ শাসনব্যবস্থা গড়ে তুলেছে। গতকাল রাজধানীর উত্তরায় তাঁর বাসভবনে জেএসডির স্থায়ী কমিটির সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

রব বলেন, এখন গোপনীয়ভাবেও ব্যক্তিগত মতপ্রকাশের ক্ষেত্রে ভয় কার্যকর হয়ে পড়ছে। এই ভয়ংকর শাসন ব্যবস্থার কারণে জনগণ গণতন্ত্র থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান নৈতিকভাবে ভেঙে পড়েছে। সভায় আরও বক্তব্য রাখেন ছানোয়ার হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া, তানিয়া রব, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

সর্বশেষ খবর