বুধবার, ৩০ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

নেদারল্যান্ডস সেনেগাল নকআউট পর্বে

ক্রীড়া প্রতিবেদক

ফ্রান্স, ব্রাজিল ও পর্তুগালের পর বিশ্বকাপের নকআউট পর্ব বা শেষ ষোলো নিশ্চিত করেছে নেদারল্যান্ডস ও সেনেগাল। ‘এ’ গ্রুপ থেকে সেরা ষোলো নিশ্চিত করতে সেনেগালের জিততেই হতো। প্রতিপক্ষ ইকুয়েডরের ড্র হলেই চলত। এমন সমীকরণের ম্যাচ আফ্রিকান প্রতিনিধি সেনেগাল ২-১ গোলে জিতেছে। একই সময়ের আরেক ম্যাচে ‘ফুটবলের চোকার্স’ নেদারল্যান্ডস ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক কাতারকে। আয়োজক কাতার শূন্য হাতে শেষ করল বিশ্বকাপ। তিন ম্যাচে জয় কিংবা ড্রয়ের মুখ দেখেনি। তিন ম্যাচেই হেরেছে। নেদারল্যান্ডসের পয়েন্ট তিন ম্যাচে ৭। সেনেগালের পয়েন্ট ৬ এবং ইকুয়েডর ৪।   

এবার নিয়ে তৃতীয়বার বিশ্বকাপ খেলছে সেনেগাল। দ্বিতীয়বার সুপার সিক্সটিন খেলছে। রাশিয়া বিশ্বকাপে জাপানের সমান পয়েন্ট পেয়েও গোলের ব্যাখ্যায় গ্রুপ পর্বের ব্যারিয়ার টপকাতে পারেনি আফ্রিকান প্রতিনিধিরা। ২০০২ সালে বিশ্বকাপে অভিষেক হয়েছিল সেনেগালের। প্রথম ম্যাচেই তখনকার বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছিল। দুই দশক আগে নকআউট পর্বে সুইডেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। কিন্তু কোয়ার্টার ফাইনালে হেরে যায় তুরস্কের কাছে। কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে ২-০ গোলে হেরে যায় ডাচ বাহিনীর কাছে। দ্বিতীয় ম্যাচে কাতারকে ৩-১ গোলে হারিয়ে জয়ে ফেরে আফ্রিকান প্রতিনিধিরা। গতকাল ইকুয়েডরকে ২-১ গোলে হারায়। সেনেগালের পক্ষে ৪৪ মিনিটে প্রথম গোল করেন সার পেনাল্টিতে। ৬৭ মিনিটে সমতা আনে ইকুয়েডর সাইসেডোর গোলে। ৭০ মিনিটে সেনেগালের জয় নিশ্চিত করেন কৌলিবালি। আরেক ম্যাচে ১৯৭৪, ১৯৭৮ ও ২০১০ সালের রানার্সআপ নেদারল্যান্ডস হারায় ২-০ গোলে কাতারকে। ডাচ বাহিনীর পক্ষে প্রথম গোল করেন গাকপো ২৬ মিনিটে। ৪৯ মিনিটে জয় নিশ্চিত করেন ডি জং।

সর্বশেষ খবর