শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

বিস্মিত পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি

বিস্মিত পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এক অনুষ্ঠানে গিয়ে জানতে চান উপকারভোগীদের তালিকা চূড়ান্তকরণের বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিরা জানেন কি না, তখন সভায় উপস্থিত জনপ্রতিনিধিরা উপকারভোগীর তালিকা তৈরির বিষয়টি জানেন না বলে জানান। এতে পরিকল্পনামন্ত্রী বিস্ময় প্রকাশ করে বলেন, জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে কাজ করার মানসিকতা থাকলে জনগণের কল্যাণ হবে। গতকাল জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এ বিস্ময় প্রকাশ করেন। এ সময় প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সরকারের নিয়ম-কানুন মেনে কাজ করুন এটা আমরা চাই। জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করলে তো কোনো ক্ষতি নেই। পরে তিনি উপকারভোগীদের তালিকা যাছাই করে তাদের মধ্যে অনুদানের চেক তুলে দেন। পরিকল্পনামন্ত্রী গতকাল সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় প্রশিক্ষণ গ্রহণকারীদের অনুদানের চেক বিতরণ করেন। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। এতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেনের পরিচালনায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহসভাপতি সিদ্দিক আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম, সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবদুল কাইয়ুম মশাহিদ প্রমুখ। পরিকল্পনামন্ত্রী বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে এখন দেশের বিরুদ্ধে গুজব রটাচ্ছে। ব্যাংকে টাকা নেই বলে অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছিল। এসব গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে মানুষকে সজাগ থাকতে হবে।

সর্বশেষ খবর