স্বপ্নভঙ্গ জাপানের। ইতিহাস লেখা হলো না এশিয়ান প্রতিনিধিদের। মরুরাজ্যে ফুল ফোটাতে পারল না গ্রুপ পর্বে অবিশ্বাস্য ফুটবল খেলা সূর্যোদয়ের দেশটি। টাইব্রেকারে ক্রোয়েশিয়ার কাছে হেরে প্রথমবারের মতো বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলা হলো না ব্লু সামুরাইদের। কাতার বিশ্বকাপে এই প্রথম টাইব্রেকারে নির্ধারিত হলো নকআউট পর্বের ম্যাচ ভাগ্য। শ্বাসরুদ্ধকর ম্যাচটি টাইব্রেকারে ৩-১ গোলে জিতে সেরা আটে জায়গা করে নিল রাশিয়া বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া। নির্ধারিত সময় ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল। পরের অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো দল গোল করতে পারেনি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ম্যাচের নায়ক ক্রোট গোলরক্ষক ডোমিনিক লিভাকোভিচ। জাপানের তিনটি শট ঠেকিয়ে দেন তিনি। চার শটের মধ্যে একটি মাত্র শটে গোল করে জাপান। জাপানের পক্ষে টাইব্রেকার মিস করেন তাকুমি মিনামিনো, কাওরো মিতোমা ও মায়া ইয়োশিদা। ক্রোয়েশিয়া চার শটের তিনটিতে গোল করে অবিশ্বাস্য জয় নিয়ে মাঠ ছাড়ে। গ্রুপ পর্বে জাপান দুই বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ও স্পেনকে হারিয়ে অঘটনের জন্ম দেয়। দুই বিশ্ব চ্যাম্পিয়নকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে ইউরোপীয় প্রতিনিধিদের বিপক্ষে খেলতে নামে আল খোর স্টেডিয়ামে। রাশিয়া বিশ্বকাপে দুর্ভাগ্যজনকভাবে কোয়ার্টার ফাইনাল খেলতে পারেনি জাপান। বেলজিয়ামের সঙ্গে এগিয়ে থেকেও হেরে গিয়েছিল। প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টারে খেলার হাতছানির ম্যাচে প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে এশিয়ান প্রতিনিধিরা। ছোট ছোট পাসে জুনিয়া ইতো, দোয়ান, দাইচি কামাদারা আক্রমণ করে খেলতে থাকেন। কিন্তু ফিনিশিংয়ের অভাবে গোল পাচ্ছিলেন না। অবশ্য ৯ মিনিটে প্রথম সুযোগ সৃষ্টি করে ক্রোয়েশিয়া। ইভান পেরিসিচ সুযোগ কাজে লাগাতে পারেননি। ক্রোটদের পক্ষে ম্যাচে একমাত্র গোলটি করেন পেরিসিচই। জাপান প্রথমার্ধের শেষ দিকে কাউন্টার অ্যাটাকনির্ভর ম্যাচ খেলতে থাকে। ৪৩ মিনিটে জাপানকে ১-০ গোলে এগিয়ে নেন মায়েদা। দোয়ানের ক্রসে হেড করেন মায়া ইয়োশিদা। বল যায় মায়েদার কাছে। বাঁ পায়ের শটে গোল করতে ভুল করেননি তিনি। এগিয়ে থেকে বিরতিতে যায় জাপান। দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে ওঠেন মডরিচ, পেরিসিচরা। ৫৫ মিনিটে ব্যবধান ১-১ হয়। লভরেনের ক্রস থেকে হেডে গোল করে সমতা আনেন পেরিসিচ। এরপর দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। কিন্তু গোল হয়নি। নির্ধারিত ৯০ মিনিট শেষ ১-১ গোলে অতিরিক্ত ৩০ মিনিটে দুই দলই ঝুঁকিহীন ফুটবল খেলে। ফলে আর গোল হয়নি। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এরপর বাকি ইতিহাস। ইতিহাস লেখেন ক্রোট গোলরক্ষক ডোমিনিক লিভাকোভিচ।
শিরোনাম
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
- নির্বাচন নিয়ে সরকারের নীরবতায় জনগণের সন্দেহ ঘনীভূত হচ্ছে : রিজভী
- সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে জখম
টাইব্রেকারে জাপানের স্বপ্নভঙ্গ
আসিফ ইকবাল
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর