বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

যুক্তরাষ্ট্র-চীন উভয়ের সঙ্গে সুসম্পর্ক চাই

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্র-চীন উভয়ের সঙ্গে সুসম্পর্ক চাই

ড. এ কে আবদুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র-চীন উভয় দেশের সঙ্গেই ভালো সম্পর্ক রাখতে চায়। তাদের একের সঙ্গে অন্যের কী সম্পর্ক, সেটা তাদের মাথাব্যথা, আমাদের নয়। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারসাম্যের কূটনীতির জন্য অনেকেই আমাদের দিকে নজর দিচ্ছেন। আমরা ৩৫তম অর্থনীতির দেশে পরিণত হয়েছি। সে কারণে তারা আমাদের এখানে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহী।

ড. মোমেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আলোচনা সভা শেষে  সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

সাংবাদিকদের ড. মোমেন জানান, রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করেছে চীন। সেই সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। চীনা পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অভাবনীয় উন্নয়নের প্রশংসা করেছেন। কিন গ্যাং বলেছেন, বাংলাদেশের উন্নয়নযাত্রায় সম্পৃক্ত থাকবে চীন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে যে আর্থিক সংকট দেখা দিয়েছে, তা উত্তরণে একযোগে কাজ করতে হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মিয়ানমারে কিছু সমস্যা হচ্ছে, সে কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন দীর্ঘায়িত হচ্ছে। আমরা বলেছি, এ সংকট দীর্ঘায়িত হলে এ অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর