বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বইয়ে ভুলে জড়িত কারা, তদন্তে হবে আরেকটি কমিটি

বিতর্ক বা ভুল থাকলে পরিবর্তন হবে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পাঠ্যবইয়ের কোনো বিষয়ে বিতর্ক বা ভুল থাকলে তা অবশ্যই পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। গতকাল দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে নতুন শিক্ষা কারিকুলাম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, চলতি শিক্ষাবর্ষে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিতরণ করা বিনামূল্যের পাঠ্যবইয়ের ভুল খতিয়ে দেখতে ও সংশোধন করতে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হচ্ছে। এসব ভুলের সঙ্গে কারা জড়িত তা তদন্তে আরেকটি কমিটি করা হবে। আগামী রবিবারের মধ্যে এই দুই কমিটি করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

মন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রমের পাঠ্যবই প্রণয়নে কিছু ছবি ও পাঠ বাদ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু নতুন বইয়ে সেগুলো রয়ে গেছে। এটি ইচ্ছাকৃত, নাকি ভুলবশত- খতিয়ে দেখবে কমিটি। তিনি বলেন, বই ছাপানোর বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে এখানে ভুল কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ দুই মন্ত্রণালয়ে তিন সচিব উপস্থিত ছিলেন। দীপু মনি আরও বলেন, দেশ-বিদেশ থেকে যে কেউ অনলাইনে পাঠ্যবইয়ের ভুল নিয়ে মতামত দিতে পারবেন। সবার যৌক্তিক মতামতগুলো আমলে নেওয়া হবে। নতুন কারিকুলাম চালু হওয়া পাঠ্যবইগুলো এক বছরে একেবারে সঠিক করে ফেলা দুরূহ। সারা বছর আমরা মতামত ও পরামর্শ নেব। সেই পরামর্শ অনুযায়ী পরিমার্জন পরিশীলনের সুযোগ থাকবে। বইগুলো প্রণয়নের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের বইয়ের কোথাও যেন ধর্ম, বর্ণ, পেশা, লিঙ্গ বিদ্বেষবৈষম্য না থাকে তার জন্য সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছিল। ভুলটা হয়তো বড়। যা আরও আগে চিহ্নিত ও সংশোধন হওয়া দরকার ছিল। আগে না হলেও এটি নিয়ে এখন যে আলোচনা হচ্ছে এবং সে অনুযায়ী সংশোধন হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, কোনো ধরনের ধর্মীয় ও লিঙ্গ বিদ্বেষ, বৈষম্য যাতে না থাকে আমরা সেই চেষ্টা করেছি। আওয়ামী লীগ ধর্মবিরোধী কিছু করেনি। কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার ইচ্ছা আমাদের নেই। পাঠ্যবইয়ে ধর্মীয় বিষয় নিয়ে সমালোচনা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ইসলাম ধর্ম হোক বা অন্য কোনো ধর্ম হোক- কোনো ধর্মবিশ্বাসে আঘাত করা আমাদের কাজ নয়- ইচ্ছাও নেই। নিম্নমানের কাগজে এবারের বই ছাপা হয়েছে- সাংবাদিকদের এমন মন্তব্যের প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী বলেন, নিউজপ্রিন্ট কাগজে কোথাও বই ছাপা হয়নি। তবে ভার্জিন পাল্পের সংকট থাকায় কাগজে ব্রাইটনেস কিছুটা কম হয়েছে। তবে কোথাও নিউজপ্রিন্ট বা নিম্নমানের কাগজের বই পাওয়া গেলে শিক্ষার্থী ও অভিভাবকদের বইগুলো ফেরত দেওয়ার আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, যারা নিম্নমানের বই দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নতুন বছরের পাঠ্যবই প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগামীকালের (আজ) মধ্যে সারা দেশের সব স্কুল-মাদরাসায় শতভাগ বই পৌঁছে যাবে। গত ডিসেম্বরের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শ্রেণির ৮০ শতাংশ বই ছাপা শেষ হয়েছে বলে জানান দীপু মনি।

সর্বশেষ খবর