রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ঢাকায় মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

ঢাকায় মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

দুই দিনের সফরে ঢাকা এসেছেন মালয়েশিয়ার নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল। মালয়েশিয়ার মন্ত্রীর সঙ্গে আজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। এসব বৈঠকে বাংলাদেশ থেকে নতুন করে নিরাপত্তারক্ষী নেওয়ার বিষয়ে আলোচনা হবে। সেই সঙ্গে আলোচনা হবে জনশক্তি খাতের বিষয়েও। জানা যায়, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল গতকাল বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন । বিমানবন্দরে তাকে স্বাগত জানান সরকারের দায়িত্বশীল প্রতিনিধি ও ঢাকায় মালয়েশিয়া হাইকমিশন। বিকালে তিনি সেনা কল্যাণ ওভারসিস এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেডের সঙ্গে বৈঠক করেন। রাতে অংশ নেন প্রবাসী কল্যাণ মন্ত্রীর আয়োজনের নৈশভোজে। আজ সকালে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে মন্ত্রণালয়ে বৈঠক করবেন। পরে তিনি বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে। দুপুরে ঢাকা ত্যাগ করবেন মালয়েশিয়ার মন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র বলছে, বৈঠকে অবৈধ বাংলাদেশিদের বৈধতার পাশাপাশি চলমান সংকট নিরাসনে গুরুত্ব দিবেন তারা। বিশেষ করে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় গতি বাড়াতে ও কর্মীদের স্বার্থ সংরক্ষণে জোর দেওয়া হবে। এ সফর বাংলাদেশ-মালয়েশিয়া দ্বি-পাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে আরও গতি সঞ্চারে সহায়ক হবে।

সর্বশেষ খবর