রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটো জোটের বিরুদ্ধে এই যুদ্ধ বাড়িয়ে তোলার অভিযোগ করেছেন তিনি। পশ্চিমাদের এ বিষয়ে সতর্ক করে পুতিন আরও বলেন, রাশিয়াকে এই যুদ্ধে যেতে বাধ্য করা হয়েছে। পশ্চিমারা আরেকটি বিশ্বযুদ্ধ বাধাতে চায়। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল তার বার্ষিক ভাষণ ‘স্টেট অব দ্য ন্যাশন’-এ ইউক্রেন যুদ্ধ নিয়ে নিজেদের এই অবস্থান তুলে ধরেন। তিনি এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি স্থগিত ঘোষণা করেন। তথ্য সূত্র : রয়টার্স, এএফপি। জাতির উদ্দেশে দেওয়া এই ভাষণে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, বৈশ্বিক সংঘাতের মঞ্চে মস্কোকে পরাজিত করতে পারবে এমন ভুল ধারণা নিয়ে তারা এটি করছে। দুই পাশে রাশিয়ার পতাকা শোভিত মঞ্চে ডায়াসে দাঁড়িয়ে বক্তব্য দেন পুতিন। সেখানে ওই দেশের রাজনৈতিক ও সামরিক অভিজাতরা উপস্থিত ছিলেন। পুতিন বলেন, ইউক্রেনে রাশিয়া যেসব বিষয়ের মুখোমুখি হয়েছে তা ‘সাবধানে ও ধারাবাহিক প্রচেষ্টার’ মধ্য দিয়ে সমাধান করা হবে। বৈশ্বিক সংঘাতের বিষয়ে পশ্চিমাদের সতর্ক করে তিনি বলেন, রাশিয়াকে এই যুদ্ধে যেতে বাধ্য করা হয়েছে। এই যুদ্ধে যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের দুঃখ-কষ্ট তিনি অনুধাবন করেন। পুতিন বলেন, ‘ইউক্রেনের জনগণ কিয়েভের বর্তমান শাসক গোষ্ঠী ও তাদের পশ্চিমা তাঁবেদারদের হাতে জিম্মি হয়ে পড়েছে। যারা দেশটিকে রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক দিক থেকে পুরোপুরি দখল করে আছে।’
শিরোনাম
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা
- নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল