শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
আলোচনায় খালেদা জিয়ার রাজনীতি নির্বাচন

দুর্নীতি মামলায় আদালত দণ্ড দেন : কাদের

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনীতি করার সুযোগ নেই বলে জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘দুর্নীতির মামলায় খালেদা জিয়ার দণ্ড দিয়েছেন আদালত। তিনি সেই দণ্ড থেকে মুক্তি পাননি। মানবিক কারণে সরকার তাকে বাসায় থাকার সুযোগ করে দিয়েছে। তাহলে তার রাজনীতি করার প্রশ্ন আসে কোথা থেকে? দণ্ডিত একজন কয়েদি হিসেবে খালেদা জিয়ার রাজনীতি করার সুযোগ নেই।’

গতকাল বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতা এবং সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে এ যৌথসভা অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্রুততম সময়ে মহানগর উত্তর ও দক্ষিণের থানা-ওয়ার্ড কমিটি দেওয়ার নিদের্শ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদের বলেন, ‘মানবিক কারণ আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখেছেন, তিনি (খালেদা জিয়া) মুক্তি পেয়েছেন। তা না হলে দি ত ব্যক্তি তো জেলে থাকবে। আর দি ত ব্যক্তি এটা নিয়ে তাদের (বিএনপির) সন্দেহ থাকলে ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে কেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে? নিশ্চয় তিনি (খালেদা জিয়া) ভ্যালিডেবল না, সে জন্য তাকে (তারেক রহমান) এনে বসিয়েছে।’ যৌথ সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, জাহাঙ্গীর কবির নানক ও ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, মাহবুব-উল আলম হানিফ, আফজাল হোসেন, শাসসুন্নাহার চাপা, ড. সেলিম মাহমুদ, ওয়াসিকা আয়শা খানম, আমিনুল ইসলাম আমিন, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সৈয়দ আবদুল আউয়াল শামীম, সায়েম খান, পারভীন জামান কল্পনা, সাহাবুদ্দিন ফরাজী, শেখ বজলুর রহমান, হুমায়ুন কবির, শেখ ফজলে শামস পরশ প্রমুখ। গতকাল সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের বলেন, ‘মেধাবী মানুষ রাজনীতিতে না এলে মেধাহীনরা এমপি-মন্ত্রী হবে। যারা বেশি দুর্নীতিবাজ তারাই বেশি নীতির কথা বলেন।’ সংগঠনের মহাসচিব কে এম শহিদ উল্যার সভাপতিত্বে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু এতে বক্তব্য রাখেন।

 

সর্বশেষ খবর