সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
ফের নির্বাচনী বিতর্ক রাজনীতিতে

তত্ত্বাবধায়ক সরকারে সুষ্ঠু ভোটের গ্যারান্টি নাই

------ মুজিবুল হক চুন্নু

নিজস্ব প্রতিবেদক

তত্ত্বাবধায়ক সরকারে সুষ্ঠু ভোটের গ্যারান্টি নাই

জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, এই মুহূর্তে নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন আছে। কেউ চাচ্ছেন সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, কেউ চাচ্ছেন কেয়ারটেকার সরকারের অধীনে। আমরা কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনে বিশ্বাস করি না। কারণ নির্বাচিতরাই সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে না পারলে, কেয়ারটেকার সরকার সুষ্ঠু নির্বাচন করতে পারবে- তার গ্যারান্টি নেই। গতকাল জাতীয় পার্টির বনানী কার্যালয়ে দলের কো-চেয়ারম্যান, প্রেসিডিয়াম সদস্য এবং সংসদ সদস্যদের সঙ্গে যৌথ সভা শেষে গণমাধ্যম কর্মীদের এ কথা বলেন তিনি।  চুন্নু বলেন, ১৯৯৬, ২০০১ এবং ২০০৮ সালে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হয়েছে। কিন্তু আওয়ামী লীগ ও বিএনপি তাদের বক্তব্যে প্রমাণ করেছে ওই সব নির্বাচন সুষ্ঠু হয়নি। যদি নির্বাচন কমিশনের উদ্দেশ্য ভালো থাকে এবং সরকার যদি চায় তাহলেই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে। নির্বাচন বিশ্বাসযোগ্য করতে সরকারকে ভূমিকা নিতে হবে। নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে হবে। এর আগে পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সভাপতিত্বে মহাসচিব মুজিবুল হক চুন্নুর পরিচালনায় বক্তব্য রাখেন  কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, মীর আবদুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, এ টি ইউ তাজ রহমান, শামীম হায়দার পাটোয়ারী, রেজাউল ইসলাম ভূঁইয়া, মো. মিজানুর রহমান, লিয়াকত হোসেন খোকা, আলমগীর সিকদার লোটন, মোস্তফা আল মাহমুদ, রাহগীর আল মাহি (সাদ এরশাদ) প্রমুখ।

সাংস্কৃতিক পার্টির কমিটি : শেরীফা কাদেরকে সভাপতি এবং আলাউদ্দিন আহমেদকে সাধারণ সম্পাদক করে ৮১ সদস্য বিশিষ্ট জাতীয় সাংস্কৃতিক পার্টির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। পার্টির চেয়ারম্যান জি এম কাদের এই কমিটি অনুমোদন করেন। কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি- নুরুন নাহার বেগম, মোহাম্মদ সালাউদ্দিন ববি, খন্দকার দেলোয়ার জালালী, মো. হাবিবুল্লাহ ফকির হাবিব, মো. নাজিম উদ্দিন ভূঁইয়া, বাবুল আহমেদ।

সর্বশেষ খবর