বুধবার, ১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

কথা বলার অধিকার সীমিত

নিজস্ব প্রতিবেদক

কথা বলার অধিকার সীমিত

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, বাক স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। মানুষের কথা বলার অধিকার সীমিত করা হচ্ছে। এ অধিকার হরণ করতে বিভিন্ন নিবর্তনমূলক আইন করা হয়েছে। কালো আইনের বেড়াজালে গণমাধ্যমের কণ্ঠ নিয়ন্ত্রণ করা হচ্ছে। গতকাল বনানী কার্যালয়ে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাংবাদিক সৈয়দ দীদার বখত-এর ‘আনন্দী প্রেরণা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বইয়ের লেখক সৈয়দ দীদার বখত, পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান (আদেল), কেন্দ্রীয় নেতা জেসমিন নূর প্রিয়াংকা, প্রকাশক মো. মাসুম বিল্লাহ প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর