মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩ ০০:০০ টা

সাকিব জেতালেন বাংলাদেশকে

আসিফ ইকবাল

সাকিব জেতালেন বাংলাদেশকে

মিরপুরের প্রথম দুটি ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে ইংল্যান্ড। ফলে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকালের ম্যাচটি ছিল নিয়মরক্ষার। তবে বাংলাদেশের জন্য ম্যাচটি ছিল মানসম্মানের এবং হোয়াইটওয়াশ এড়ানোর।

হোয়াইওয়াশ এড়ানোর ম্যাচটি বাংলাদেশ ৫০ রানে জিতেছে দুরন্ত ক্রিকেট খেলে। সত্যি বলতে, বাংলাদেশকে জয় উপহার দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- তিন বিভাগে অলরাউন্ডিং পারফরম্যান্সে ইংল্যান্ডকে প্রায় একাই হারিয়েছেন সাকিব। ম্যাচটিকে সাকিবের একারও বলা যায়! ব্যাটিংয়ে ৭১ বলে ৭ চারে ৭৫ রান এবং ১০ ওভারের স্পেলে ৩৫ রানে ৪ উইকেট নেন। ম্যাচটিতে তিনি এক বিরল রেকর্ডও গড়েন। আদিল রশিদকে আউট করে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৩০০ উইকেট নেওয়ার বিরল রেকর্ড গড়েন। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে তিনি ১৪তম ক্রিকেটার হিসেবে এ রেকর্ডটি গড়েন। সাকিব ৩০০ উইকেট নিয়েছেন ২২৭ ম্যাচে; যা নতুন রেকর্ড। এত কম ম্যাচ খেলে কোনো ক্রিকেটারই ৩০০ উইকেটের ক্লাবে নাম লেখাতে পারেননি। আগের রেকর্ডটি ছিল ড্যানিয়েল ভেট্টরির, ২৯১ ম্যাচে। ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট মুত্তিয়া মুরলিধরনের, ৩৫০ ম্যাচে ৫৩৪ উইকেট। মিরপুরে বাংলাদেশ প্রথম ওয়ানডে হেরেছিল ৩ উইকেটে। দ্বিতীয়টি হেরে যায় ১৩২ রানে। আগের দিনের মতো গতকালও টস জিতেছেন টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। প্রথম ব্যাটিংয়ে ৩ হাফসেঞ্চুরিতে বাংলাদেশ সংগ্রহ করে ৪৮.৪৫ ওভারে ২৪৬ রান। নাজমুল হোসেন শান্ত ৫৩ রান করেন ৭১ বলে ৫ চারে। সিরিজে এটা তার দ্বিতীয় হাফসেঞ্চুরি। প্রথম ওয়ানডেতে ৫৮ রান করেছিলেন। মুশফিকুর রহিম ৯৩ বলে ৫ চারে খেলেন ৭০ রানের ইনিংস। সিরিজে এটাই তার প্রথম হাফসেঞ্চুরি। সাকিব টানা দুই ম্যাচে হাফসেঞ্চুরির ইনিংস খেলেন। আগের ম্যাচে করেছিলেন ৫৮ রান। ২৪৭ রানের টার্গেটে সাকিব, ইবাদত হোসেন ও তাইজুল ইসলামের নিয়ন্ত্রিত বোলিংয়ে ইংল্যান্ড ৪৩.১ ওভারে ১৯৬ রানে অলআউট হয়। ম্যাচসেরা হন সাকিব এবং ৩১ রান ও ৮ উইকেট নিয়ে সিরিজ সেরা হন লেগ স্পিনার আদিল রশিদ। ৯ মার্চ তিন ম্যাচ টি-২০ সিরিজ শুরু হবে। প্রথম ম্যাচ চট্টগ্রামে এবং ১২ ও ১৪ মার্চ ম্যাচ দুটি মিরপুরে।

সর্বশেষ খবর