শনিবার, ১৮ মার্চ, ২০২৩ ০০:০০ টা

পুতিনকে গ্রেফতারে পরোয়ানা

প্রতিদিন ডেস্ক

পুতিনকে গ্রেফতারে পরোয়ানা

ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক ফৌজদারি আদালত-আইসিসি। অন্যদিকে আইসিসির এই পরোয়ানার কোনো ‘তাৎপর্য নেই’ বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেনে যুদ্ধাপরাধ এবং শিশুদের ইউক্রেন থেকে অবৈধভাবে রাশিয়ায় নিয়ে যাওয়ার অভিযোগে পুতিনকে দায়ী করে আইসিসির একজন বিচারক গতকাল পরোয়ানার আদেশ দেন। ওই আদেশে বলা হয়, রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে এসব অপরাধ সংঘটিত হয়েছে।

পুতিন ছাড়াও রাশিয়ার শিশু অধিকার কমিশনার মারিয়া আলেক্সেইভনা লোভা-বেলোভার বিরুদ্ধেও একই অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আইসিসি।

এদিকে সংবাদ সংস্থা এএফপি জানায়, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই গ্রেফতারি পরোয়ানার কোনো ‘তাৎপর্য নেই’ বলে মন্তব্য করেছেন। গতকাল এই পরোয়ানা জারির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ মন্তব্য করেন তিনি।

সর্বশেষ খবর